শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৩৪ সকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভাইস-চেয়ারম্যান প্রার্থী নয়ন গণসংযোগে মন যোগাচ্ছে ভোটারদের

এইচএম দিদার: [২]কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বইছে নির্বাচনী হাওয়া।উঠান বৈঠক আর গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছে উপজেলা ছাত্রলীগের সভাপতি তারিকুল ইসলাম নয়ন।রাত-বিরাতে তিনি গণসংযোগ ও প্রচারণায় ভোটারদের মন যোগাচ্ছেন।

[৩] করোনাকে তোয়াক্কা না করে কাউকে বুকে টেনে দোয়া চাইছেন,কাউকে পা ছুঁয়ে করছেন সালাম। তার এমন অভিনব ভোট প্রার্থনায় মন গলছে ভোটারদের। এ উপজেলার প্রতিটি ওয়ার্ডেই ছাত্রলীগের শক্ত ঘাঁটি। ভোটের হিসেবে তারিকুল ইসলাম নয়নকে ছোট করে দেখার উপায় নেই। বয়সে সবার ছোট হলেও ভোটের ঢেউয়ে নয়নের নির্বাচনী বৈতরণী পার হওয়া সব প্রতিকূলতা ছাপিয়ে অনুকূলে।

[৪] উপজেলা ছাত্রলীগ পৌরসভা থেকে শুরু করে ১৫টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড কমিটির একাট্টা হয়ে নয়নের বিজয়ের লক্ষে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। ছাত্রলীগের এমন শক্ত অবস্থানের হিসেব কষলে বুঝা যায় সকল বৈরীতা ছাপিয়ে এ নির্বাচনে নয়নের বিজয়ের সম্ভাবনা সবার চেয়ে এগিয়ে।

[৫] ভাইস-চেয়ারম্যান প্রার্থী তারিকুল ইসলাম নয়ন জানান, "আমি আমার ছাত্রলীগের সহযোদ্ধাদের নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছি,এতে ভোটারদের ইতিবাচক সাড়াও পাচ্ছি। আমি করোনার আপদকালীন সময়ে আমার ছাত্রলীগের ভাইদের নিয়ে হাজারো কৃষককের ধান কেটে মাড়াই করে ঘোলায় ভরে দিয়েছি।করোনায় কর্মহীনদের সাহায্যে ঘরে ঘরে পৌঁছে দিয়েছি খাদ্যসামগ্রী।

[৬] তিনি আরো বলেন, "আমি যদি বিজয়ী হতে পারি তাহলে বাল্যবিবাহ, মাদক নির্মূলে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো।শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় আমি কাজ করবো।
উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে শিক্ষিত তরুণদের কর্মসংস্থান এর ব্যবস্থা করবো।" সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়