শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৪৪ সকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিমানবন্দর থেকে ফেরত আসা ৩২ জনকে ফের টিকিট দিলো সৌদি এয়ারলাইন্স

ডেস্ক রিপোর্ট : করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকার পরও বিমানবন্দর থেকে ফেরত পাঠানো ৩২ জনের টিকিট ফের রি-ইস্যু করেছে সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স। বেসরকারি হাসপাতাল থেকে করোনা টেস্ট করায় তাদের বিমানবন্দর থেকে ফেরত পাঠায় এয়ারলাইন্সটির কর্মীরা।

সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩২ জনকে রেখেই চলে যায় সাউদিয়ার ফ্লাইট। পরবর্তীতে এই ৩২ যাত্রী বিমানবন্দর থেকে কাওরান বাজারে সাউদিয়ার অফিসে আসেন। তাদের টিকিট রি-ইস্যু করে দেওয়া হয়। এই ভোগান্তির জন্য সাউদিয়াকেই দুষছেন যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, সাউদিয়ার কর্মীরাই তাদের বেসরকারি হাসপাতাল থেকে করোনা পরীক্ষার জন্য পরামর্শ দেয়। ৩ হাজারের বেশি টাকা দিয়ে বেসরকারি হাসপাতাল থেকে পরীক্ষা করেন তারা।


যাত্রীদের একজন যাত্রী নূরুল আমীন বলেন, ল্যাব এইড থেকে ৩৮০০ টাকা দিয়ে পরীক্ষা করেছিলাম। সাউদিয়া টিকিট নেওয়ার সময় তারা বলেছিল বেসরকারিতে পরীক্ষা করা যাবে। আমার ভিসার মেয়াদ ৩০ তারিখ শেষ। অহেতুক একটা ভোগান্তিতে পড়লাম। এখন আবার পরীক্ষা করতে হবে। ইবনে সিনা থেকে করোনা পরীক্ষা করেছিলেন ফয়েজ। তিনি বলেন, আগেই আমাদের সরকারি হাসপাতালের কথা বললে এই ভোগান্তিতে পড়তাম না।

শওকত নামের আরেক যাত্রী বলেন, টিকিট রি-ইস্যু করেছে। আবার ২৮ তারিখ ফ্লাইট দিয়েছে। সাউদিয়ার কারণে এই ভোগান্তিতে পড়লাম।

যাত্রীদের অভিযোগের বিষয়ে জানতে সাউদিয়ার অফিসে গেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গ কথা বলবেন না বলে বের করে দেওয়া হয়।বাংলা ট্রিবিউন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়