শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ০৩:০৯ রাত
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ০৩:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকার নির্দেশিত প্রতিষ্ঠানে কোভিড টেস্ট না করায় ৩২ প্রবাসী সৌদি যেতে পারেনি

লাইজুল ইসলাম : [২] হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল আহসান বলেন, বেসরকারি প্রতিষ্ঠানে করোনা পরীক্ষার সনদ নিয়ে তারা বিমানবন্দরে এসেছেন। এজন্য বোডিং কার্ড দেয়নি সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। শনিবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ২১৬ যাত্রী নিয়ে বাংলাদেশ ছাড়ে এসভি ৩৮০৭ ফ্লাইটটি।

[৩] সূত্র বলছে, প্রাইভেট প্রতিষ্ঠান থেকে করোনা সনদ নেয়ার কারণেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। তারা বলেন, টিকিট সংগ্রহের সময় করোনা সনদ কোথা থেকে নিতে হবে তা বলেনি। তাই বেসরকারি প্রতিষ্ঠান থেকে সনদ নিয়েছি।

[৪] বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, পরবর্তীতে এই যাত্রীরা সৌদি যেতে পারবে কি না তা বলতে পারবে উড়োজাহাজ কর্তৃপক্ষ।

[৫] প্রবাসীদের জন্য সরকার মহাখালিতে ডিএনসিসি করোনা স্যাম্পল কালেকশন বুথ চালু করে। এয়ারলাইন্সগুলো জানিয়েছিল, সৌদিগামী যাত্রীদের ৪৮ ঘণ্টার মধ্যে করোনা নেগেটিভ রিপোর্টসহ বিমানবন্দরে আসতে হবে। করোনা টেস্টের জন্য সরকার নির্ধারিত স্থান থেকে করোনা টেস্টের কথাও বলা হয়।

[৬] যাত্রীদের কোভিড-১৯ নেগেটিভ টেস্ট ফলাফলের ছয়টি কপি সঙ্গে রাখতে হবে। ৪৮ ঘণ্টার সময় গণনা শুরু হবে নমুনা সংগ্রহের সময় থেকে। বিমানে বোর্ডিং এর আগে যাত্রীদের অবশ্যই সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ফরংপষধরসবৎ ভড়ৎস পূরণ করে স্বাক্ষর করতে হবে। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ
  • জনপ্রিয়