শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ০২:৪৩ রাত
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ০২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোর জেনারেল হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে শিশুসহ দুই জনের মৃত্যু

যশোর প্রতিনিধি: [২] জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা উপশর্গ নিয়ে মুুকিত ইসলাম (১৫) ও সমির মোল্যা ( ৮৫) নামে এক শিশু ও বৃদ্ধ রোগী মারা গেছেন।

[৩] শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ও শুক্রবার দিবাগত ভোর ৪টার দিকে করোনা উপসর্গ নিয়ে শিশুসহ দুইজন হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যায়। শিশু মুকিত ইসলাম মনিরামপুর উপজেলার হালসা গ্রামের রবিউল ইসলামের ছেলে। বৃদ্ধ সমীর মাগুরার শালিখা উপজেলার মৃত পাচু মোল্যার ছেলে।

[৪] হাসপাতাল সুত্রে জানা যায় শিশুটি জ্বর ও শ্বাষ কষ্ট নিয়ে শুক্রবার রাত নয়টার দিকে হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধিন অবস্থায় ভোর চারটার দিকে মারা যায়। এদিকে নিহত সমিরের স্বজন রফিকুল ইসলাম জানান, গত সাতদিন ধরে ওই বৃদ্ধ সমীর জ্বরসহ নানা শারীরিক সমস্যা নিয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার সকালে তার অবস্থার অবনতি হয়। দুপুর পৌনে একটার দিকে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধা সাড়ে ছয় টায় তিনি মারা যান।

[৫] এই তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফ আহম্মেদ।

[৬] ডা. আরিফ আহম্মেদ আরো জানান, মুকিত ইসলাম ও সমীর করোনার সব উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসাধিন অবস্থায় দুইজন মারা যান। স্বাস্থ্যবিধি মেনে স্বজনদের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়