শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ০২:৪০ রাত
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ০২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘১০ টাকা কেজিতে চাল পাই শেখের বেটির ঘরোত ঘুমাই’

রংপুর প্রতিনিধি: [২] মুজিব শত বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার পাকা বাড়ি পেয়ে এভাবেই মনের ভাব প্রকাশ করলেন মিঠাপুকুর উপজেলার বকুল ও তোতা মিয়ারা। এ উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার পাকা বাড়ি পেয়েছেন ৭৫ পরিবার।

[৩] উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গৃহহীনদের দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ প্রকল্পের আওতায় ২০১৮-১৯ অর্থ বছরে ৩৪টি ও ২০১৯-২০ অর্থ বছরে ৫১টি পরিবারকে পাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। ৭৫টি পরিবারের মধ্যে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠির পরিবার রয়েছে ১০টি। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৩ লাখ টাকা।

[৪] উপজেলা নির্বাহী অফিসার মামুন ভূঁইয়া বলেন, চেংমারী ইউনিয়নের ফুলচৌকি গ্রামের মৃত আবদুর রহমানের মেয়ে রশিদা বেগমের ঘর তোলার জায়গাটুকুও ছিল না। ৭৫ হাজার টাকা দিয়ে জায়গা কিনে তাকে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।

[৫] উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশফিকুর রহমান জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলার ১৭টি ইউনিয়নের ৭৫ জন অসহায় অসচ্ছল নারী ও পুরুষকে দুর্যোগ সহনীয় টিনশেড পাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।

[৬] সরেজমিনে ঘর প্রাপ্ত চেংমারী ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মৃত, নিজাম উদ্দিনের ছেলে তোতা মিয়া, খোড়াগাছ ইউনিয়নের রূপসী সর্দারপাড়া গ্রামের বকুল চন্দ্র বলেন, হামরা ১০ টাকা কেজিতে চাল পাই, শেখের বেটির ঘরোত ঘুমাই। ফুলচৌকি গ্রামের বিধবা রশিদা বেগমের কাছে জানতে চাইলে কান্না জড়িত কন্ঠে বলেন, ‘মা বাপেও মোক থাকার জায়গা করিয়া দিয়া যায় নাই, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোক বাড়ি বানাইয়া দিছে। মুই দোয়া কঁরো শেখের বেটি যুগযুগ বাঁচি থাক।’

[৭] উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মেসবাহুর রহমান প্রধান মঞ্জু বলেন, গৃহহীনদের জন্য গৃহ টিনশেড পাকা বাড়ি নির্মাণ কর্মসূচি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি যুগান্তকারী পদক্ষেপ। পর্যায়ক্রমে উপজেলার অনেক অসচ্ছল গৃহহীন পরিবার এই সুবিধা ভোগ করবেন। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়