শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ০১:৪০ রাত
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ০১:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৃত ৩৫০টি পাইলট তিমি সরিয়ে নিচ্ছে অস্ট্রেলিয়ার বন্যপ্রাণী বিষয়ক কর্তৃপক্ষ

সিরাজুল ইসলাম: [২] তাসমানিয়া রাজ্যের ম্যাককুয়ারি উপত্যকায় থেকে শনিবার সকালে সেখানে মৃত তিমি সরানোর কাজ শুরু হয়। সেখানে আর কোনও জীবিত তিমি থাকার সম্ভাবনা নেই- এমন ধারণা থেকেই সেগুলো সরিয়ে নেয়া হচ্ছে। রয়টার্স

[৩] সোমবার ওই উপত্যকায় ৪৭০টি তিমি চিহ্নিত করা হয়। সেগুলো বালিতে আটকা পড়েছিলো। ১০৮টি তিমি উদ্ধার করে সাগরে ফেরত পাঠানো হয়। সেগুলোই মারা যাওয়া বাকি রয়েছে।

[৪] বন্যপ্রাণী সেবা ব্যবস্থাপক ও পার্ক নিয়ন্ত্রক রব বাক বলেন, এরই মধ্যে মৃত ১৫টি তিমি সাগরে সরানো হয়েছে। বাকি ৩৫০টি তিমি সরাতে কয়েক দিন লাগতে পারে।

[৫] তিনি বলেন, মৃত তিমিগুলো আলাদা করে নির্দিষ্ট স্থানে রাখা হচ্ছে। হাঙ্গুর ও অন্য প্রজাতিকে আলাদা করা হচ্ছে।

[৬] উদ্ধার করা তিমিগুলো গভীর সাগরে থাকে। এরা সাধারণত দলবদ্ধ হয়ে চলাফেরা করে। আশা করা হচ্ছে এগুলো পুনরায় দলবদ্ধ হবে। দেশটিতে তিমি উপকূলে আসা নতুন কিছু নয়। তবে এক সঙ্গে বিপুল তিমি আসার ঘটনা বন্যপ্রাণী গবেষকদের ভাবিয়ে তুলছে। তারা এর কারণ খুঁজে বের করার চেষ্টা করছে।

[৭] উদ্ধার করে সাগরে পাঠানো তিমিগুলো পুনরায় তীরে ফিরে আসছে বলে মনে করেন গবেষকরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়