শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ০১:০৫ রাত
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ০১:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১৫ টাকা

হিলি প্রতিনিধি: [২] গতকাল শনিবার সকালে হিলি স্থলবন্দরের খুচরা বাজারে বেড়েছে ভারত থেকে আমদানি করা ও দেশি পেঁয়াজের দাম।

[৩] একদিনের ব্যবধানে ভারতীয় ভালো মানের পেঁয়াজ ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০ টাকায় এবং দেশি পেঁয়াজ ১০ টাকা বেড়ে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে একটু খারাপ মানের ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

[৪] হিলি বাজারের খুচরা ব্যবসায়ীরা জানান, আমদানিকারকদের আড়ৎগুলোতে পেঁয়াজ আছে, কিন্তু তারা বাজারে ছাড়ছে না। যার জন্য খুচরা বাজারে ভারতীয় পেঁয়াজের দাম কিছুটা কম। পাবনা থেকে দেশি পেঁয়াজ এনে বাজারে বিক্রি করা হচ্ছে। ক্রেতারা ভারতীয় পেঁয়াজ না কিনে এখন দেশি পেঁয়াজের উপর নির্ভর হচ্ছে।

[৫] পেঁয়াজ ক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, দেশি পেঁয়াজের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভারতীয় পেঁয়াজের দামা। দেশি পেঁয়াজের মান ভালো হওয়াই তারা ভারতীয় পেঁয়াজ কিনছেন না।

[৬] এছাড়া হিলি বাজারের পেঁয়াজ ব্যবসায়ীরা বলেন, ‘আমদানিকারদের কাছে পেঁয়াজ নেই। গত ১৯ সেপ্টেম্বরে বন্দরে ১১ গাড়ি পেঁয়াজ এসেছিল। তারপর থেকে আমদানি বন্ধ। আমদানি স্বাভাবিক থাকলে পেঁয়াজের দাম নাগালের মধ‌্যে থাকত। বন্দরে পেঁয়াজ না থাকায় দাম বাড়ছে।’ সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়