শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০৮:০৮ সকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০৮:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অক্টোবর থেকে পর্যটকদের জন্য খুলছে নেপাল

জেরিন আহমেদ: [২] দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর আগামী ১৭ অক্টোবর থেকে বিদেশী পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিচ্ছে নেপাল সরকার।  কোভিড-১৯ ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির সুপারিশ পর্যালোচনা করে দেশটির মন্ত্রিসভা এ সিদ্ধান্ত নেয়।

[৩] তবে চাইলেই যে কেউ নেপালে যেতে পারছেন না। বিদেশি পর্যটকদের নেপাল ভ্রমণের জন্য অবশ্যই করেনা নেগেটিভ সার্টিফিকেট সঙ্গে নিতে হবে। পরীক্ষা করাতে হবে নেপালের উদ্দেশে যাত্রার ৭২ ঘণ্টার মধ্যে।

[৪] করোনার কারণে বন্ধ করে দেয়ার প্রায় ছয় মাস পর ১৭ সেপ্টেম্বর থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চালু করার অনুমতি দেয়া হয়েছিল। অনুমতি দেয়া হয়েছে এক শহর থেকে অন্য শহরে বাস চলাচল, হোটেল এবং রেস্তোরাঁগুলোও খুলে দেয়ার।

[৫] আগামী ১৭ অক্টোবর থেকে ট্রাকিং ও পর্বতারোহী গ্রুপ বিদেশী ক্লায়েন্টদের পর্বতারোহনে নিয়ে যেতে পারবে। কোভিড-১৯ ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির সুপারিশ পর্যালোচনা করে মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নেয় বলে সরকারের মুখপাত্র ও পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ গিওয়ালী জানিয়েছেন।

[৬] ধারাবাহিকভাবে খুলে দেয়ার অংশ হিসেবে সরকার ১৭ সেপ্টেম্বর থেকে অভ্যন্তরীণ ফ্লাইট, আন্ত:নগরী বাস সার্ভিস, হোটেল ও রেস্টুরেন্ট খোলার অনুমতি দিয়েছে।

[৭] বিদেশী পর্যটকদের আগমনের অনুমতি দান দক্ষিণ এশিয়ার দেশটির ব্যবসায়ীদের জন্য স্বস্তির কারণ হবে। বিশেষ করে স্থানীয় অধিবাসীদের বড় অংশ পর্যটন খাতের উপর নির্ভরশীল। তারা ট্রাভেল এজেন্ট, গাইড, শেরপা ও পার্বত্য শ্রমিক হিসেবে কাজ করে। সূত্র: সাউথ এশিয়া মনিটর, পার্সটুডে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়