শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০৭:০২ সকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০৭:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ৯৮ কর্মকর্তা

আনিস তপন : [২] প্রশাসনের ৯৮ যুগ্ন-সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে আদেশ জারি করেছে সরকার। শনিবার এ সংক্রান্ত পৃথক দুইটি আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

[৩] এসব কর্মকর্তার মধ্যে একজন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইকনমিক মিনিস্টার হিসেবে কর্মরত আছেন। এ পর্যন্ত পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের নিয়ে প্রশাসনে অতিরিক্ত সচিব পদে কর্মকর্তার সংখ্যা দাড়ালো ৬১১ জন। যদিও অতিরিক্ত সচিবের স্থায়ী পদের সংখ্যা ১৩০টি।

[৪] আদেশে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দিয়ে অতিরিক্ত সচিব পদে যোগদানের জন্য ই-মেইলে যোগদানপত্র পাঠাতে বলা হয়েছে।

[৫] এবার অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেয়ার জন্য ১৩তম ব্যাচকে মূল ব্যাচ হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। প্রশাসনে অতিরিক্ত সচিবদের জন্য নিয়মিত পদ ১৩০টি হওয়ায় পদোন্নতি পাওয়া অতিরিক্ত সচিবদের বেশির ভাগ কর্মকর্তাকেই পদোন্নতি পাওয়ার আগে যে পদে দায়িত্ব পালন করেছেন সেখানেই (ইনসিটু) দায়িত্ব পালন করতে হবে।

[৬] সরকারের উপ-সচিব, যুগ্ম-সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা, ২০০২-এ বলা হয়েছে, অতিরিক্ত সচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৭০ শতাংশ প্রশাসন ক্যাডার কর্মকর্তা ও ৩০ শতাংশ অন্যান্য ক্যাডার (যুগ্মসচিব পদমর্যাদার) পদের কর্মকর্তাদের বিবেচনায় নিতে হবে।

[৭] বিধিমালায় আরও বলা হয়েছে, পদোন্নতির জন্য মূল্যায়ন নম্বরের অন্তত ৮৫ নম্বর থাকতে হবে। তাছাড়া যুগ্মসচিব পদে কমপক্ষে তিন বছর চাকরিসহ ২০ বছরের চাকরির অভিজ্ঞতা বা যুগ্মসচিব পদে কমপক্ষে দুই বছরের চাকরিসহ ২২ বছরের অভিজ্ঞতা থাকলে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির জন্য বিবেচিত হবেন একজন কর্মকর্তা। সম্পাদনা : রায়হান রাজীব

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়