শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০৬:১৭ সকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০৬:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড মহামারির কারণে আফগানদের বিরুদ্ধে একমাত্র টেস্টও বাতিল করলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : [২] অস্ট্রেলিয়ার পার্থে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলার সূচি দিলেও কোভিড-১৯ মহামারিতে এ ম্যাচটি আয়োজন করতে পারবে না তারা, এমন তথ্য জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

[৩] ভারতের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজ ও আফগানিস্তানের বিপক্ষে টেস্ট রেখে নিজেদের ঘরোয়া আন্তর্জাতিক গ্রীষ্মের সূচি ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। তবে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সীমান্তে কঠোর বিধিনিষেধ, সঙ্গে কোয়ারেন্টাইনের জটিলতার কারণে আফগানিস্তানের বিপক্ষে খেলার ভাবনা বাদ দিয়েছে তারা।

[৪] এদিকে স্থগিত হয়ে গেছে নিউজিল্যান্ডের অস্ট্রেলিয়া সফরও। তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলতে অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল নিউজিল্যান্ডের। কোয়ারেন্টাইন জটিলতায় হচ্ছে না সেটিও।

[৫] এ দুটি সিরিজই ২০২৩ সালে শেষ হতে যাওয়া চলতি এফটিপি’র মাঝে শেষ করার আশা ক্রিকেট অস্ট্রেলিয়ার। জানিয়েছেন তাদের প্রধান নির্বাহী নিক হকলি। আমরা সবাই এই সিরিজ এ গ্রীষ্মে আয়োজন করতে কঠোর পরিশ্রম করেছি, তবে আন্তর্জাতিক ভ্রমণ ও কোয়ারেন্টাইনের ক্ষেত্রে যেসব চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা আছে, সেসবের কারণে সবাই মনে করেছে যে এই সিরিজ পরে খেলা উচিৎ।

[৬] কোভিড-১৯ মহামারির কারণে আগেই স্থগিত করা হয়েছে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ, যেটি হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ায়। আফগানিস্তান ও নিউজিল্যান্ড সফর স্থগিত হওয়ার কারণে অস্ট্রেলিয়ার ছেলেদের দলের জন্য শুধু সামনে বাকি রইল ভারতের বিপক্ষে সিরিজ, যাদের সঙ্গে চারটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি হওয়ার কথা। যদিও সীমিত ওভারের সিরিজ এখনও নিশ্চিত হয়নি।

[৭] এর আগে ইংল্যান্ড সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে অস্ট্রেলিয়া।- ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়