শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০৯:২৬ সকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০৯:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউক্রেনে সামরিক বিমান বিধ্বস্ত, মারা গেছেন এয়ারফোর্সের ২৫ প্রশিক্ষণার্থী (ভিডিও)

ডেস্ক রিপোর্ট : ইউক্রেনে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ২৫ জন নিহত হয়েছেন। ইউক্রেনের জরুরি পরিষেবা সংস্থা জানায়, এ বিমানটিতে সব মিলিয়ে ২৮ আরোহী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর পরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। তারা উদ্ধারকাজ চালাচ্ছেন। এখন অবধি ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে।

 

 

এদিকে এরই মধ্যে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

‘ইউক্রেন নাও’ চ্যানেলের তথ্যানুসারে, খারকিভ এয়ার ফোর্সের প্রশিক্ষণার্থীদের নিয়ে বিমানটি চলছিল। স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ৫০ মিনিটে এটি বিধ্বস্ত হয়।

সর্বশেষ স্থানীয় তথ্য অনুসারে, দুর্ঘটনায় যে ২৫ জন নিহতের কথা বলা হচ্ছে তার মধ্যে ২২ জন সেখানেই আগুনে পুড়ে মারা যান। বাকি তিন’জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে তারা মৃত্যুবরণ করেন। ওই দুইজনের দেহের অন্তত ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল।

ইউক্রেনের রাষ্ট্রপতির কার্যালয় থেকে দুর্ঘটনায় মৃত্যুদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং যারা জীবিত রয়েছেন দ্রুত তাদের আরোগ্য কামনা করা হয়েছে। একইসাথে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্তকারী দলও গঠন করা হয়েছে।
সময়.টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়