শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০৫:০৫ সকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০৫:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় সমতল ভূমিতে মাল্টার বাম্পার ফলন

তৌহিদুর রহমান নিটল: [২] ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী উপজেলা বিজয়নগরে এবছর মাল্টার বাম্পার ফলন হয়েছে। এখানকার সমতল ভূমি মাল্টা চাষের উপযোগী হওয়ার আশানুরূপ ফলন হয়েছে প্রায় বাগানে। এতে এলাকার বাগান মালিকরা খরচের তুলনায় ফলন বেশি হওয়ায় লাভবান হচ্ছেন কয়েকগুণ। সাইট্রাস ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় প্রথমে জেলায় মাল্টার চাষ শুরু হয়। এর মধ্যে বিজয়নগর উপজেলায় সবচেয়ে বেশি মাল্টার চাষ করা হয়েছে। উপজেলার খাটিংগা সেজামুড়া এলাকায় সবচেয়ে বেশি মাল্টার বাগান রয়েছে।

[৩] মাল্টা চাষি শওকত মিয়া ও নূরুজ্জামান জানান, চলতি বছরে আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর মাল্টার বাম্পার ফলন হয়েছে। বাগানে উৎপাদিত মাল্টা ঠিকভাবে বাজারজাত করতে পারলে তারা আর্থিকভাবে বেশ লাভবান হবেন। এর মর্ধ্যে গাছে মাল্টার রং হলুদ হতে শুরু করেছে। মাল্টা বাগান দেখতে ও বাগান থেকে সরাসরি মাল্টা ক্রয় করতে বিভিন্ন অঞ্চল থেকে শত শত মানুষ প্রতিদিন ভিড় জমাচ্ছ বলে জানান মাল্টা চাষিরা। উপ-সহকারি কৃষি অফিসার মো.আশরাফুল আলম জানান, এ বছর উপজেলায় মাল্টার বাম্পার ফলন হয়েছে। মাল্টা এখন কাটা শুরু হয়েছে। মাল্টার ফলন ভাল হওয়ার কারণে মাল্টা চাষিরা আর্থিকভাবে লাভবান হবে। মাল্টা চাষিদের সব ধরনের সহযোগিতা ও পরামর্শ প্রদান করা হচ্ছে।

[৪] জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রবিউল হক মজুমদার জানান, এ বছর জেলায় প্রায় কয়েক কোটি টাকার মাল্টা বিক্রি হবে। মাল্টার ফলন ভালো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়