শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৪৫ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি তো আনুশকাকে কিছু বলিনি : সুনীল গাভাস্কার

 

ডেস্ক রিপোর্ট : মাঠে বিরাট কোহলির ব্যর্থতার জন্য তার স্ত্রী আনুশকা শর্মাকে দায়ী করার অভিযোগ উঠেছে ভারতের কিংবদন্তি ওপেনার সুনীল গাভাস্কারের বিরুদ্ধে। বৃহস্পতিবার কিংস ইলেভেন পাঞ্জাব বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচের হিন্দি ধারাভাষ্যে গাভাস্কার বলেন, 'লকডাউনের সময় সে শুধু আনুশকার বোলিং সামলেছে।' এই মন্তব্যের পর গাভাস্কারকে তুলোধুনো করেন আনুশকা শর্মা। পাশাপাশি ক্রিকেটপ্রেমীরাও গাভাস্কারকে ধারাভাষ্য প্যানেল থেকে বহিস্কারের দাবি তোলেন।

টুইটারে প্রচণ্ড ক্ষুব্ধ আনুশকা শর্মা লিখেন, 'জনাব গাভাস্কার, আপনার বার্তাটা কুরুচিকর। কিন্তু আমি আপনার কাছে জানতে চাই স্বামীর খেলার জন্য তার স্ত্রীকে দোষারোপ করার মতো কাণ্ডজ্ঞানহীন মন্তব্য করার কথা ভাবলেন কীভাবে? বছরের পর বছর ধরে খেলায় ধারাভাষ্য দেওয়ার সময় আপনি ক্রিকেটারদের ব্যক্তিগত জীবনকে সম্মান করে এসেছেন। আমার ক্ষেত্রেও আপনার একই সম্মানবোধ থাকা উচিত নয় কি? আমি নিশ্চিত, কাল রাতে আমার স্বামীর পারফরম্যান্স নিয়ে আপনি অন্য আরও অনেক কথা বলতে পারতেন। নাকি শুধু আমার নামটা ব্যবহার করলেই আপনার কথাগুলো প্রাসঙ্গিক হয়ে ওঠে?'

তবে কোহলি-আনুশকা বিতর্কে তার মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে বলে সাফাই দিলেন সুনীল গাভাস্কার। আজ শুক্রবার সন্ধ্যায় তিনি বলেন, 'কোহালির ব্যর্থতার জন্য আমি কোথায় আনুশকাকে দোষ দিলাম? আমি শুধু বলেছি, ওই ভিডিওতে দেখা যাচ্ছে আনুশকা কোহলিকে বল করছেন। কোহলি তো ওই বল খেলেছে শুধু লকডাউনের সময়ে। টেনিস বল দিয়ে মজার খেলাটা লকডাউনের সময়ে টাইমপাস ছিল। আমি এটুকুই বলেছি। এই কথার মধ্যে কোহলির ব্যর্থতার জন্য তাকে দায়ী করা হলো কিভাবে?'

উল্লেখ্য, সেঞ্চুরিয়ান লোকেশ রাহুলের দুটি ক্যাচ ছাড়ার পাশাপাশি কোহলি ৫ বলে ১ রান করে আউট হন। এরপর গাভাস্কার খোঁচা মারায় বিতর্ক বড় আকার নিয়েছে। গাভাস্কার সেটা বুঝতে পেরে আত্মপক্ষ সমর্থনে আরও বলেছেন, তিনি বিদেশ সফরে ক্রিকেটারদের সঙ্গে তার স্ত্রী-বান্ধবীকে নেওয়ার পক্ষপাতী। সাবেক ওপেনারের ভাষায়, 'আমি মনে করি, একজন সাধারণ মানুষ ৯টা-৫টা অফিস করার পরে যেমন বাড়িতে স্ত্রীর কাছে ফেরেন, ক্রিকেটারদের ক্ষেত্রেও তেমনই হওয়া উচিত।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়