শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০২:৫৫ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘দলীয় সিদ্ধান্তের প্রতি আস্থা দেখানোই দলের প্রতি ভালোবাসা দেখানোর প্রকৃত পথ’

এম.ইউছুপ রেজা : [২] চট্টগ্রাম-৮ আসনের মাননীয় সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি জননেতা মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, এই সভাটি হচ্ছে ঐক্যের প্রতিফলন। বিগত নির্বাচন গুলোতে বোয়ালখালীতে যেভাবে ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্যের কারনে আমরা জালভোট বিহীন সবকটি নির্বাচনে জয়লাভ করতে সক্ষম হয়েছি। এই জন্য তৃণমূল নেতা-কর্মীরা প্রশংসার দাবি রাখে।

[৩] তিনি গত সংসদ উপনির্বাচনের কথা উল্লেখ বলেন, সংসদ উপনির্বাচনে সব দলের নেতা-কর্মীরা আমার জন্য কাজ করে আমাকে নির্বাচিত করেছেন, তারা যদি এলাকার স্বার্থে আমার দরজায় আসে আমি তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেব, যেটা আমার নির্বাচনী সমাবেশে প্রতিশ্রুতি ছিল।

[৪] তিনি বলেন, সহসাই কালুরঘাট সেতু নির্মাণ হবে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কালুরঘাট সেতুর বিষয়ে খোঁজ-খবর রাখছেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। সম্ভাবনাময় বোয়ালখালীতে ইকোনমিক জোন করার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। বোয়ালখালীতে ইকোনমিক জোন হলে এলাকার বেকার যুবকদের চাকরির সুযোগ সৃষ্টি হবে। আমি কালুরঘাটের আশেপাশে একটি বেসরকারি মেডিকেল কলেজ স্থাপনের চেষ্টা করছি। এলাকার রাস্তাঘাটগুলোর উন্নয়নের জন্য চেষ্টা করে যাচ্ছি, যা ইতিমধ্যে শুরু হয়েছে। ধারাবাহিকভাবে সর্বক্ষেত্রে উন্নয়ন হবে ইনশাল্লাহ। অন্য উপজেলা থেকে এই উপজেলায় অনেক বেশি উন্নয়ন হবে তার জন্য একটু ধৈয্য ধরতে হবে। আপনাদের সাথে নিয়ে শেখ হাসিনার উন্নয়নের রাজনীতিকে এগিয়ে নিতে চাই।

[৫] তিনি আরো বলেন, বোয়ালখালীর মাটিতে শত বছরে বহু রাজনীতির ত্যাগের স্বাক্ষর আছে এখানের শিক্ষা-সংস্কৃতিতে অহংকার করার মতো সুন্দর অতীত রয়েছে। একে রক্ষা করতে হবে। আন্দোলন সংগ্রাম নির্বাচনে বলিষ্ট ভূমিকা পালন করে রাজনৈতিক দলের নেতা-কর্মীদের পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষায় উত্তীর্ণদের দল পুরস্কৃত করে থাকে, এজন্য অপেক্ষা করতে হয়। আবেগ অভিমান পেশীশক্তির অপব্যবহার নিজেদের প্রশ্নবিদ্ধ করে থাকে। দলীয় সিদ্ধান্তের প্রতি আস্থা দেখানোই দলের প্রতি ভালোবাসা দেখানোর প্রকৃত পথ।

[৬] তিনি ২৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টায় পশ্চিম কধুরখীর উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচন সংক্রান্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত নির্বাচন সংক্রান্ত কর্মশালায় বক্তব্য রাখেন, বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন এমরান, তথ্য ও গবেষনা সম্পাদক আবদুল কাদের সুজন, ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, চেয়ারম্যান বেলাল হোসেন, চেয়ারম্যান এস এম জসিম উদ্দিনসহ আরও অনেকে। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়