শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:২২ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[২] হাতিয়ায় মাছধরার ট্রলার ডুবি, নিহত ২

মোহাম্মদ সোহেল: [২] নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে দূর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে স্রোতের টানে উল্টে গিয়ে মাছধরার ট্রলার ডুবির ঘটনায় মো. ইনসাফ (১৬) ও রাজিব হোসেন (১২) নামের দুই জেলের মৃত্যু হয়েছে।

[৩] শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভাসানচর এলাকার মেঘনা নদী থেকে নিহত দুই জেলের লাশ উদ্ধার করা হয়। এরআগে বৃহস্পতিবার রাতে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের বাংলাবাজার ঘাটের সন্নিকটে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় ওই দুই জেলে নিখোঁজ হয়।

[৪] নিহত জেলেরা হলো, উপজেলার চরকিং ইউনিয়নের চরকৈলাশ গ্রামের মো. রহমত উল্যার ছেলে মো. ইনসাফ ও চরঈশ্বর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মো. ফারুখ হোসেনের ছেলে রাজিব হোসেন।

[৫] স্থানীয় জেলেরা জানায়, প্রতিদিনের মতো চরঈশ্বর বাংলাবাজার ঘাটের হাশেম মাঝির ট্রলারটি মাছ ধারার জন্য ১০ মাঝি-মাল্লা ও জেলেকে নিয়ে নদীতে যায়। বৃহস্পতিবার গভীর রাতে নদীতে হঠাৎ দমকা হাওয়া দেখা দিলে ট্রলারটি উল্টে যায়।

[৬] এসময় ট্রলারে থাকা ৮ মাঝি-মাল্লা ও জেলে সাতরিয়ে অন্য ট্রলারে উঠে গেলেও ইনসাফ ও রাজিব নামের দুই জেলে নিখোঁজ হয়ে যায়। পরে নদীতে অবস্থানকারী জেলেরা বহু খোজাখুজির এক পর্যায়ে নদীতে ভাসমান অবস্থায় দুইজনের মৃতদেহ উদ্ধার করে।

[৭] হাতিয়া থানার ওসি মো. আবুল খায়ের জানান, ঘটনাস্থাল থেকে নিহত দুই জেলের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়