শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪৭ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রাণপণ চেষ্টা করেও জোন্সকে বাঁচাতে পারেননি ব্রেট লি

স্পোর্টস ডেস্ক : [২] বৃহস্পতিবার ৫৯ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডিন জোন্স। মুম্বাইয়ের এক সেভেন স্টার হোটেলের লবিতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। এ সময় তার পাশে ছিলেন স্বদেশী সাবেক ক্রিকেটার ব্রেট লি।

[৩] জোন্সকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা চালিয়েছেন লি। তাকে সারিয়ে তুলতে অনেক চেষ্টা চালিয়েছেন তিনি। যদিও বাঁচাতে পারেননি। জোন্সের সিপিআর পরীক্ষার সময়ও পাশে ছিলেন লি। অ্যাম্বুলেন্সে করে পাশের হাসপাতালে তাঁকে নেওয়া হলেও বাঁচানো যায়নি।

[৪] এই ঘটনার পর সংবাদমাধ্যমকে লি বলেছেন, ‘সে একজন প্রশ্নাতীত কিংবদন্তি। আজকের ডাগ আউট শো-টা জোন্সের জন্যই। আমি নিশ্চিত সে চাইত, আমরা যে খেলাটিকে আমরা ভালোবাসি তার স্বার্থেই অনুষ্ঠান চালিয়ে যাই। তার পরিবার এবং বন্ধু বর্গের প্রতি সমবেদনা রইল। বাস্তবিকভাবেই আজকের দিনটা ছিল সবার জন্য ভীষণ কঠিন।’
এই ঘটনা সারাজীবন তাড়া করবে লিকে। জোন্স, লির সঙ্গে সাবেক কিউই তারকা স্কট স্টাইরিশও মুম্বাই অবস্থান করছিলেন স্টার স্পোর্টসের ‘সিলেক্ট ডাগ আউট’ শো তে আইপিএলের বিশ্লেষণের জন্য।

[৫] জোন্স না থাকলেও এদিন স্টার স্পোর্টসের 'সিলেক্ট ডাগ আউট' শোতে উপস্থিত হয়েছিলেন লি-স্টাইরিশরা। এদিন জোন্সের চেয়ারটা খালিই রেখেছিলেন তারা। জোন্স যে ব্লেজার টাই পরে অনুষ্ঠান সঞ্চালনা করতেন সেগুলোও নিয়ে আসা হয়েছিল এই অনুষ্ঠানে। - ক্রিকফ্রেঞ্জি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়