শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৫৯ সকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাভালনির ব্যাংক অ্যাকাউন্ট ও অ্যাপার্টমেন্ট জব্দ করলো ক্রেমলিন

লিহান লিমা: [২] রাশিয়ার বিরোধী রাজনীতিবিদ অ্যালেক্সি নাভালনির ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত ও তার মস্কোর অ্যাপার্টমেন্ট জব্দ করা হয়েছে। নাভালনির মুখপাত্র জানান, জার্মানির হাসপাতালে ২৪দিন চিকিৎসাধীন থেকে সম্প্রতি নাভালনি সুস্থ হওয়ার পর এই খবর পান তারা।আল জাজিরা

[৩] গত মাসে সাইবেরিয়া থেকে মস্কো আসার সময় হুট করে বিমানেই অসুস্থ হয়ে পড়ার পর তাকে ওমাস্কে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর জার্মানিতে উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। জার্মানি, ফ্রান্স ও সুইডেনের ল্যাব পরীক্ষায় দেখা গেছে তাকে নভিচক বিষ প্রয়োগ করা হয়েছে।

[৪] তার মুখপাত্র কিরা ইয়ারমিস বলেন, ‘গত ২৭ আগস্ট মস্কোর স্কুলচাইল্ড ক্যাটারিং কোম্পানির দায়ের করা এক মামলার প্রেক্ষিতে নাভালনির সম্পদ জব্দ করা হয়েছে। এর ফলে তিনি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার এবং ফ্ল্যাট বিক্রি বা দান করতে পারবেন না।’

[৫] নাভালনি ও তার মিত্রদের দীর্ঘদিন ধরেই এই কোম্পানির সঙ্গে আইনী ঝামেলা চলছে। ২০১৮ সালে নাভালনির দুর্নীতিবিরোধী ফাউন্ডেশন এই কোম্পানির খাবার খেয়ে শিশুদের অসুস্থ হয়ে পড়ার অভিযোগ আনে।তারা আরো জানায় কোম্পানির মালিক যুভেনি প্রিগোজিনের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্পর্ক রয়েছে। রেস্টুরেন্ট ও ক্যাটরিং ব্যবসার মালিক্ওই ব্যক্তিকে ‘পুতিন শেফ’বলেও রাশিয়াতে ডাকা হয়। কিন্তু কোম্পানিটি অভিযোগ অস্বীকার করে নাভালনির বিরুদ্ধে মানহানি ও ক্ষতিপূরণের মামলা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়