শিরোনাম

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০৪:০৭ সকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০৪:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে ১৭ পরিবারকে জিম্মি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: [২] নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক মার্কেট সংলগ্ন একটি পরিবারকে ১৫ লাখ টাকা চাঁদা দাবিতে জিম্মি করে রেখেছেন স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি।

[৩] বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় জব্বার মিয়ার তেতলা বাড়িতে এ ঘটনা ঘটে। সকাল ১০টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত তাদেরকে জিম্মি করে রাখা হয়।

[৪] খবর পেয়ে ঘটনাস্থলে সরেজমিন রাত ৯টায় গিয়ে দেখা যায়, বাড়ির প্রবেশপথে ক্ষুদ্র একটি দেওয়াল নির্মাণ করে যাতায়াতের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া বাড়িতে থাকা ১৭টি পরিবারকে তালাবদ্ধ করে রাখা হয়েছে।

[৫] জিম্মিদশা থেকে জানালা দিয়ে বাড়িওয়ালার ছেলে রনি বলেন, আমাদের কাছ থেকে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন স্থানীয় প্রভাবশালী মাসুম রানা নামে এক থানা আওয়ামী লীগ নেতার ছেলে। টাকা না পেয়ে তিনি প্রথমে আমাদের প্রবেশপথে দেওয়াল নির্মাণ করেন। একপর্যায়ে আমরা টাকা দিতে না চাইলে বাড়ির বাইরে তালা মেরে দেন। সকাল থেকে আমরা কেউ বাড়ি থেকে বেরোতে পারছি না। বিষয়টি নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মো. জায়েদুল আলমকে জানানো হলে তিনি সিদ্ধিরগঞ্জ থানায় বিষয়টি অবগত করেন।

[৬] তিনি আরও বলেন, কিছুদিন আগে আমরা বাড়ির পাশে আরেকটি বাড়ি কিনেছি। সেই থেকেই মাসুদ রানা আমাদের ওপর বিভিন্নভাবে অত্যাচার করে আসছে। মাসুদ রানা আমাদের কাছ থেকে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেছে। সেই চাঁদার টাকা দাবিতেই বৃহস্পতিবার সকাল থেকে ভবনের কেচিগেটে তালা মেরে আমাদেরকে আটকে রেখেছে।

[৭] সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক বলেন, জমি নিয়ে রনিদের সঙ্গে মাসুদ রানাদের বিরোধ রয়েছে। এ বিরোধের জেরেই বাড়ির সামনে সামান্য দেয়াল দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছিল। এছাড়াও তারা ভবনের কেচিগেটে তালা মেরে রেখেছিল। পরে পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করেছে। এ ঘটনায় তারা অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়