শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০৯:০৩ সকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০৯:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লুৎফর রহমান হিমেল: সহজে সংবাদ লেখার কৌশল

লুৎফর রহমান হিমেল: পত্রিকার পেজ মেকআপ, পোর্টালের ইউআই বা ইউজার ইন্টারফেস যেমন মিডিয়ার কাটতি বাড়ায়, তেমনি লেখার গুণগত মানও একটি মিডিয়াকে এবং সংশ্লিষ্ট রিপোর্টারকে দ্রুত সুনাম এনে দেয়। অনেকেই জানতে চান, কীভাবে একটি চমৎকার রিপোর্ট তৈরি করা যায়। এজন্য কোনো যাদুকরী ফর্মূলা আছে কিনা। এরকম যাদুকরী ফর্মূলা না থাকলেও সাংবাদিকতায় অভিজ্ঞজনরা তাদের অভিজ্ঞতার আলোকে কিছু কৌশলের কথা নানা বইতে উল্লেখ্য করেছেন। এ থেকে যে কোনো রিপোর্টার যদি গড়পরতার মেধাবীও হন, তিনি ভালো প্রতিবেদন বা রিপোর্ট তৈরি করতে পারবেন।

কৌশলগুলো হলো : [১] ঘটনা পুরোপুরি বুঝে লিখতে শুরু করা। না বোঝা পর্যন্ত লেখায় হাত দেওয়া যাবে না।

[২] যা বলতে বা লিখতে চান, সে সম্পর্কে শতভাগ নিশ্চিত হয়ে নিন।

[৩] সংবাদ লেখার উদ্দেশ্য কিন্তু তথ্য বা সত্য প্রকাশ করা; কাউকে মুগ্ধ করা নয়।

[৪] আগে চিন্তা করুন, পরে লিখুন। সেই ভাবিয়া করিয়ো কাজ, করিয়া ভাবিয়ো না’র মতো।

[৫] অতিরঞ্জন নয়। যা দেখেছেন, তাই লিখুন।

[৬] রিপোর্টে বিচারকের ভূমিকা নেবেন না। যা ঘটনা তাই লিখুন। আপনার নিজের মন্তব্য দেবেন না।
[৭] অজানা প্রশ্ন উঠাবেন না, যার কোনো উত্তর আপনি দিতে পারবেন না।

[৮] সহজ, সরল পরিচিত শব্দ ব্যবহার করুন।

[৯] যেভাবে কথা বলেন, সেভাবে বলার মতো করে লিখুন।

[১০] কম বিশেষণ ব্যবহার করুন।

[১১] সংবাদ যেন প্রচার না হয়ে উঠে, খেয়াল রাখুন।

[১২] সঠিক তথ্য পরিসংখ্যান দিন।

[১৩] বস্তুনিষ্ঠতা বজায় রাখুন।

[১৪] প্রয়োজনে উদ্ধৃতি ব্যবহার করুন।

[১৫] মানবিক আবেদন থাকলে এটাকে হাইলাইট করুন।

[১৬] দেশ ও মানুষের অকল্যাণকর কিছু থাকলে সেটিকে হাইলাইট করবেন না।

[১৭] মানবতাকে অগ্রাধিকার দিন।

[১৮] প্রতিটি সংবাদেই ভালো খারাপ দুটি দিক থাকতে পারে। ভালোকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন। সর্বোপরি ভালো রিপোর্ট লিখতে হলে প্রতিদিন খুটিয়ে খুটিয়ে দিনের ভালো পত্রিকাটি পড়ুন কিংবা নির্ভরযোগ্য নিউজ পোর্টালে চোখ রাখুন। ভালো ভালো বই পড়ুন। এসবই একজন রিপোর্টারকে ভাষাগত সামর্থ্য দেবে এবং একটি চমৎকার রিপোর্ট লিখতে সহায়তা করবে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়