শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০২:৫৬ রাত
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেবে গেছে কুলাউড়া-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের কিছু অংশ, ঝুঁকিতে যান চলাচল

স্বপন দেব: [২] মৌলভীবাজারের কুলাউড়া-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের বড়লেখার হাতলিঘাট এলাকায় সড়কের একাংশ দেবে গেছে। এতে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ফলে প্রায়ই এ সড়কে ঘটছে দুর্ঘটনা। গত কছেশ মাসে ছোট-বড় অনেক যানবাহন উল্টে গাড়ির চালক ও যাত্রীদের আহত হয়েছেন। এই অবস্থায় এলাকার লোকজন দ্রুত সড়কটির দেবে যাওয়া মেরামতের দাবি জানান। দ্রুত সড়কটি মেরামতের জন্য বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সওজের নির্বাহী প্রকৌশলীকে চিঠি দিয়েছেন।

[৩] সওজ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৭ সালের মার্চ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত কয়েক দফা বন্যার পানিতে মৌলভীবাজার-বড়লেখা আঞ্চলিক সড়কের সফরপুর, হাতলিঘাট, কুইয়াছড়ি এলাকা বিধ্বস্ত হয়। এছাড়া এই সড়কের চান্দগ্রাম পর্যন্ত বিভিন্ন অংশও ক্ষতিগ্রস্ত হয়। এরপর ২০১৮ সালের শেষ দিকে সড়কটি মেরামতের কাজ শুরু হয়। কাজটি পায় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স। তার পক্ষে হাতলিঘাট এলাকার কাজটি সম্পন্ন করেন কুলাউড়া উপজেলার একজন ঠিকাদার। সংস্কার কাজের দেড় বছরের মাথায় সড়কের জুড়ী ও দক্ষিণভাগের মধ্যবর্তী হাতলিঘাট নামক স্থানে গত কয়েকমাস আগে প্রায় ২৫ মিটার জায়গার অর্ধেক দেবে যায়। প্রতিদিনই দেবে যাওয়ার পরিমাণ বাড়ছে। এতে সড়কের দেবে যাওয়া অংশটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠেছে। এ সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনগুলো হঠাৎ সড়ক নিচু দেখে ব্রেক করতে গিয়ে দুর্ঘটনার মুখে পতিত হচ্ছে।

[৪] ট্রাক চালক নাসির আহম্মদ বলেন, এ রাস্তাটির কিছু অংশ হঠাৎ দেবে যাওয়ায় গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। লোড গাড়ির এক সাইট করে নামানোর পরে নিয়ন্ত্রণে রাখা অনেক কষ্ট হয়ে পড়ে। লোড গাড়ি নিয়ন্ত্রণ করা কত কষ্ট সেটা আমরা বুঝি।

[৫] সিএনজি চালিত অটোরিকশা চালক হর কুমার দেব বলেন, দীর্ঘ কয়েক মাস যাবত রাস্তাটি দেবেছে। হালকা যানবাহন উল্টে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। অন্য লাইনের সিএনজি এ সড়কে এলে প্রায়ই দূর্ঘটনায় পড়ে। খুব ঝুঁকি নিয়ে আমরা গাড়ি চালাই। দিন দিন রাস্তার দেবে যাওয়ায় রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। মেরামতের দিকে যেন কারো নজর নেই।

[৬] এব্যাপারে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান বুধবার (২৩ সেপ্টেম্বর) বলেন, ‘মৌলভীবাজার-বড়লেখা আঞ্চলিক সড়কের হাতলিঘাট এলাকায় সড়কের কিছু অংশ আকস্মিক নিচের দিকে দেবে গেছে। এতে বড় ধরণের দুর্ঘটনার আশংকা দেখা দিয়েছে। জায়গাটি দ্রুত মেরামত প্রয়োজন।

[৭] সড়ক ও জনপথ (সওজ) বিভাগ মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বলেন, ‘সড়ক ও জনপথ অধিদপ্তর মৌলভীবাজারের কর্মকর্তাদের সমন্বয়ে একটি টিম সরেজমিনে দেবে যাওয়া জায়গাটা পরিদর্শন করেছে। এই জায়গাটার অনেক নিচের মাটিতে বড়ধরনের সমস্যা আছে। ধারণা করা হচ্ছে, এই জন্য সড়কের এ অংশটি দেবে গেছে। এ বিষয়ে ঢাকার প্রধান কার্যালয়ে পত্র প্রেরণ করা হয়েছে। ঢাকা থেকে ডিজাইন টিম এসে সমস্যাটা চিহ্নিত করলে এর স্থায়ী সমাধান করা যাবে। যে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করেছে তাদের সাথে কথা হয়েছে। দেবে যাওয়া এলাকায় আপতকালীন জরুরী মেরামতের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়