শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০৬:১৩ সকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০৬:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীর পদ্মার চরে ২৫ গরু-মহিষ লুট, আটক ৪

মঈন উদ্দীন: [২] রাজশাহী মহানগরীর নবগঙ্গা এলাকার পদ্মা নদীর চরে মালিকদের পিটিয়ে আহত করে ২৫টি গরু-মহিষ লুট করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

[৩] বুধবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।

[৪] আহত তিনজন হলেন- পদ্মার ওপারের চর মাজারদিয়া গ্রামের আতাহার আলীর ছেলে সিরাজউদ্দৌলা টুনু (৩২), একই গ্রামের আবদুল গাফফারের ছেলে মো. বাবু (৩০) এবং ইসাহাক আলীর ছেলে তাহাজুল ইসলাম (৪৫)। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৫] আহতদের স্বজনেরা জানান, পদ্মা নদীতে জেগে ওঠা চরে গরু-মহিষ চরানো হয়। প্রতিদিনের মতো বুধবারও কিছু ব্যক্তি তাদের গরু-মহিষ নবগঙ্গা এলাকার বিপরীতে পদ্মার চরে গবাদিপশু নিয়ে যান। এ সময় নবগঙ্গা এলাকার চর দখলকারী রাসেল, ঝাটু, ইসমাইল, সাদেক, দুলাল ও বেলালসহ আরও ১০-১৫ জন ব্যক্তি গরু-মহিষের মালিকদের গিয়ে মারধর শুরু করেন। তারা দাবি করেন, চরের এসব জমিতে তারা চাষাবাদ করবেন। গরু-মহিষ চরানো যাবে না। এ সময় গরু-মহিষের মালিকেরা বলেন, এটা সরকারি চর। এখানে তারা গরু-মহিষ চরাতেই পারেন। এ কথা শুনেই টুনু, বাবু ও তাহাজুলকে লাঠি দিয়ে পেটাতে শুরু করা হয়। হাঁসুয়া দিয়েও তাদের শরীরের বিভিন্ন স্থানে কোপ দেয়া হয়। এতে তারা তিনজন আহত হলে তাদের ১৫টি গরু ও ১০টি মহিষ নিয়ে চলে যান হামলাকারীরা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

[৬] রাজশাহীরর দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়েই তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে চারজনকে আটক করে থানায় নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়