শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০৬:২৫ সকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০৬:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইপিএলে রাতে কোহলিদের মুখোমুখি লোকেশবাহিনীর পাঞ্জাব

স্পোর্টস ডেস্ক : [২] এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরুটা জয় দিয়ে করেছে বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। নিজেদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ১০ রানে পরাজিত করে তারা।

[৩] টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হতে যাচ্ছে কোহলিবাহিনী। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে এই ম্যাচটি। ব্যাঙ্গালোরের মতো জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করার সম্ভাবনা ছিল পাঞ্জাবের সামনেও। কিন্তু প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে সুপার ওভারের নাটকীয়তায় পরাজিত হয় তারা।

[৪] হারের কারণ হিসেবে ম্যাচ শেষে বাজে আম্পায়ারিংকে দুষছিলেন পাঞ্জাবের মালিক প্রীতি জিনটা। তবে সেই ক্ষত শুকানোর আগেই পুরনায় মাঠে নামতে হচ্ছে তাদের। আজকের ম্যাচ দিয়ে নতুন শুরুর প্রতীক্ষাতে রয়েছে দলটি।

[৫] এদিকে প্রথম ম্যাচে দারুণ জয় পাওয়ার পর হয়তো আজ উইনিং কম্বিনেশন ভাঙ্গতে চাইবে না ব্যাঙ্গালোর। ফলে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামার সম্ভাবনা রয়েছে তাদের। ফলে প্রোটিয়া তারকা এবি ডি ভিলিয়ার্স ছাড়াও পেসার ডেল স্টেইন, অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ এবং উইকেটরক্ষক জস ফিলিপের উপর আস্থা রাখবে ব্যাঙ্গালোর।
অপরদিকে প্রথম ম্যাচে পরাজিত হলেও একাদশ নিয়ে খুব একটা পরীক্ষা নিরীক্ষা করার সম্ভাবনা নেই পাঞ্জাবেরও। প্রথম ম্যাচের একাদশ নিয়েই আজকের ম্যাচে মাঠে নামতে পারে তারা।

[৬] সেক্ষেত্রে চার বিদেশির মধ্যে যথারীতি খেলবেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল, ওয়েস্ট ইন্ডিজের পেসার শেল্ডন কটরেল, উইকেটরক্ষক ব্যাটসম্যান নিকোলাস পুরান এবং ইংল্যান্ডের পেসার ক্রিস জর্ডান।

[৭] কিংস ইলেভেন পাঞ্জাব একাদশ (সম্ভাব্য): লোকেশ রাহুল (অধিনায়ক এবং উইকেটরক্ষক), মায়াঙ্ক আগারওয়াল, করুন নায়ার, নিকোলাস পুরান, গ্লেন ম্যাক্সওয়েল, সরফরাজ খান, কৃষ্ণাপ্পা গৌতম, ক্রিস জর্ডান, রবি বিশ্বনী, মোহাম্মদ শামি, শেল্ডন কটরেল।

[৮] রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একাদশ (সম্ভাব্য): দেবদূত পাডিকাল, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, জস ফিলিপ (উইকেটরক্ষক), শিভাম ডুবে, ওয়াশিংটন সুন্দর, ডেল স্টেইন, উমেশ যাদব, নবদ্বীপ সাইনি, যুবেন্দ্র চাহাল। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়