শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০২:৪৪ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০২:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহী অঞ্চলে একদিনে শনাক্ত ৯০, মৃত্যু বেড়ে ২৯৩

মঈন উদ্দীন: [২] রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় ৯০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে বগুড়ায় একজন করোনা আক্রান্ত রোগি মারা গেছেন। এছাড়াও গত ২৪ ঘন্টয় সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ২০১ জন।

[৩] বুধবার সকাল পর্যন্ত এ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৩১ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ২৯৩ জন এবং সুস্থ্য হয়েছেন ১৭ হাজার ২৭৫ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৭০ জন। দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

[৪] ডা. গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীতে ১৪ জন, চাঁপাইনবাবগঞ্জে ২ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে ৬ জন, বগুড়ায় ৫০ জন ও সিরাজগঞ্জে ৬ জন। কিন্তু এ দিন নওগাঁ ও পাবনায় কোনো করোনা রোগি শনাক্ত হয়নি।

[৫] তিনি জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৭ হাজার ৪৬৬ জন। এছাড়াও রাজশাহীতে ৪ হাজার ৮৬৮ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭৬৫ জন, নওগাঁয় ১ হাজার ২৭৪ জন, নাটোরে ৯৫৯ জন, জয়পুরহাটে ১ হাজার ৬৪ জন, সিরাজগঞ্জে ২ হাজার ১২২ জন ও পাবনায় ১ হাজার ১১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

[৬] তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ২৯৩ জন। এর মধ্যে রাজশাহীতে ৪৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২০ জন, নাটোরে ৯ জন, জয়পুরহাটে ৭ জন, বগুড়ায় ১৭৮ জন, সিরাজগঞ্জে ১৩ জন ও পাবনায় ৯ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

[৭] এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৭ হাজার ২৭৫ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীতে ৪ হাজার ৪০৭, চাঁপাইনবাবগঞ্জে ৭০৮ জন, নওগাঁয় ১ হাজার ১৬৮ জন, নাটোরে ৭৯১ জন, জয়পুরহাটে ৯৭৩ জন, বগুড়ায় ৬ হাজার ৫৫২ জন, সিরাজগঞ্জ ১ হাজার ৬৬৭ জন ও পাবনায় ১০০৯ জন।সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়