শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০২:৪২ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে সোয়া ৯ হাজার পিস ইয়াবাসহ মা-মেয়ে আটক

মঈন উদ্দীন: [২] রাজশাহীর চারঘাটে ৯ হাজার ৩১৫ পিস ইয়াবাসহ মা-মেয়ে ও এক শীর্ষ মাদক ব্যবসায়ীসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-৫। আটক ইয়াবার আনুমানিক মূল্য ২৮ লাখ টাকা। এছাড়াও নগদ ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

[৩] আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার পশ্চিম সিকদারপাড়া হিলা টেকনাফ এলাকার ওমর আলীর ছেলে সৈয়দ আলম (৩৯), রাজশাহীর চারঘাট উপজেলার বড়বাড়িয়া উত্তর পাড়া এলাকায় সিদ্দিকের স্ত্রী চান বানু (৪২) ও তার মেয়ে সম্পা খাতুন (২০)। ২৩ তারিখ রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

[৪] র‌্যাব জানায়, র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া একটি দল কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলামের নেতৃত্বে চারঘাট উপজেলার বড়বাড়িয়া এলাকার সিদ্দিকের বাড়িতে অভিযান চালিয়ে ঘরের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯ হাজার ৩১৫ পিস ইয়াবা উদ্ধার করে ও মাদক ব্যবসায়ী সৈয়দ আলম, চান বানু ও তার মেয়ে সম্পাকে আটক করে। এ সময় ২৩ হাজার টাকা উদ্ধার করা হয়। সিদ্দিক ও টেকনাফের আরেক শীর্ষ মাদক ব্যবসায়ী পলাতক থাকায় তাদের আটক করা যায়নি।

[৫] র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম বলেন, ইয়াবা গুলো কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক ব্যবসায়ী সৈয়দ আলম ও অপর একজন চারঘাটের বডবাড়িয়া এলাকার সিদ্দিকের বাড়িতে নিয়ে আসে। সিদ্দিক জানাালা দিয়ে পালিয়ে যাওয়াই তাকে আটক করা সম্ভব হয়নি।

[৬] স্থানীয়রা জানিয়েছে, ওই বাড়িতে প্রতিদিন অনেক মানুষ মাদক কেনাবেচার কাজে আসে। এছাড়াও মেয়ে মানুষ যাতায়াত করে বলে খবর পাওয়া গেছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়