শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০২:২৯ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০২:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিজয়নগরে আড়াই বছর যাবত প্রবাসে ইউপি সদস্য, অনুপস্থিত ২৭টি সভায়

এএইচ রাফি: [২] ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের এক ইউনিয়ন পরিষদ সদস্য দীর্ঘদিন যাবত প্রবাসে অবস্থান করছেন। সরকারি নিয়মনীতির তোয়াক্কা না কতে দীর্ঘদিন যাবত প্রবাসে অবস্থান করলেও রহস্যজনক কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

[৩] খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার পত্তন ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য সাগর চাঁন প্রায় আড়াই বছর যাবত কুয়েতে অবস্থান করছেন৷ সরকারি নিয়ম অনুযায়ী জনপ্রতিনিধিদের স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়ে দেশের বাইরে চিকিৎসা ও ভ্রমণে যেতে পারেন। এই অনুমতির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে আবেদন করতে হয়। আবেদনটি উপজেলা প্রশাসন থেকে জেলা প্রশাসনের কার্যালয় হয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যায়। বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আবেদনটি মন্ত্রণালয়ের পাঠালে যুক্তিসঙ্গত হলে দেশের বাইরে যেতে অনুমতি দেওয়া হয়। কিন্তু ইউপি সদস্য সাগর চাঁন বাইরে যাওয়ার জন্য আবেদন তো দূরের কথা কাউকে মৌখিকভাবেও জানাননি। ফলে গত আড়াই বছরে ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত প্রায় ২৭টি সভায় তিনি অংশগ্রহণ করেননি।

[৪] এই বিষয়ে পত্তন ইউনিয়ন পরিষদে সভা করে সকল সদস্য ও চেয়ারম্যানের সাক্ষরিত রেজ্যুলেশন আকারে উপজেলা প্রশাসনকে অবগত করেছে প্রায় দেড় বছর আগে। কিন্তু সাগর চান তার পদে বহাল তবিয়তে আছে।

[৫[ এই বিষয়ে বক্তব্য জানতে প্রবাসে থাকা ২নং ইউপি সদস্য সাগর চাঁনকে কল ও ক্ষুদে বার্তা পাঠিয়েও উত্তর পাওয়া যায়নি।

[৬] তবে স্থানীয়রা জানায়, সাগর চাঁন দীর্ঘদিন যাবত প্রবাসে বসবাস করছেন। তিনি মুঠোফোনে স্থানীয়দের জানিয়েছেন এক প্রভাবশালী জনপ্রতিনিধির কথা। তিনিই নাকি দেশে সাগর চানের পদ ধরে রেখেছেন।

[৭] এই বিষয়ে নবনিযুক্ত বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম ইয়াসির আরাফাত বলেন, আমি এখনই এই বিষয়ে কিছু বলতে পারছিনা। খোঁজ নিয়ে বিস্তারিত বলা যাবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়