শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০২:১৯ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০২:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আন্দোলনরত সৌদি প্রবাসীকর্মীদের কাছে পাঁচদিন সময় চাইলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

লাইজুল ইসলাম: [২] ৩০ সেপ্টেম্বরের মধ্যে অনেকের ভিসার মেয়াদ শেষ হলেও এসময়ের মধ্যে সাউদিয়া এয়ারলাইন্সের ফ্লাইট রয়েছে মাত্র চারটি। স্বাস্থ্যবিধি মেনে প্রতি ফ্লাইটে যেতে পারবেন ২৬০ যাত্রী। চলতি মাসে যেতে পারবেন ১০৩২ জন। অপরদিকে বিমান ১ অক্টোবরের আগে ফ্লাইট শুরু করার অনুমতি পায়নি।

[৩] বুধবার বেলা ১টার দিকে সৌদি প্রবাসী ছয় সদস্যের একটি প্রতিনিধিদল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীসহ উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। বেলা দেড়টার দিকে তারা বাইরে আসেন।

[৪] প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, সৌদিপ্রবাসীদের সমস্যার সমাধানে তৎপর রয়েছে মন্ত্রণালয়।

[৫] সাউদিয়ার এক কর্মকর্তা বলেন, যদি ২০ হাজার লোকের ভিসার মেয়াদ ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ হয়, তাহলে এসময়ের মধ্যে তাদের সৌদি নিতে প্রয়োজন হবে ৭৬টি ফ্লাইটের। কিন্তু সৌদি আরব ও বাংলাদেশ অনুমতি না দিলে এয়ারলাইন্সের পক্ষে ফ্লাইট বাড়ানো সম্ভব না। এয়ারলাইন্সটি সপ্তাহে মাত্র দুটি ফ্লাইট পরিচালনা করছে। তাই প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানো জরুরি।

[৫] বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন বলেন, যেসব যাত্রীর কাছে সৌদি আরব যাওয়ার রিটার্ন টিকিট আছে, কেবল তাদের টিকিট রিইস্যু করা হবে।

[৬] বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান মফিদুর রহমান বলেন, বাংলাদেশিদের সৌদি ফিরতে সাউদিয়া যত ফ্লাইট চাইবে, আমরা অনুমোদন দেবো। সম্পাদনা: রায়হান রাজীব, শাহানুজ্জামান টিটু

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়