শিরোনাম
◈ ফিলিপ মরিসকে নিকোটিন পাউচ কারখানার অনুমতি যে কারণে বৈধ বললেন বিডা-বেজা চেয়ারম্যান আশিক মাহমুদ ◈ সাভার ট্যানারি শিল্পনগরী বেপজার হাতে হস্তান্তরের প্রক্রিয়া শুরু ◈ সিরাজগঞ্জে প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল ◈ বিএনপির প্রার্থী তালিকা কি সরকারের সময়সীমার বিপরীতে 'কৌশল'? ◈ অ্যাঙ্গোলোর বিরু‌দ্ধে আ‌র্জেন্টিনার দল ঘোষণা ◈ জাতীয় জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি ও পদায়ন বন্ধ ঘোষণা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ◈ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, বিভ্রান্তকারীরা পতিত সরকারের দোসর: প্রেস সচিব ◈ বাংলাদেশ সীমান্ত ঘেঁষে পশ্চিমবঙ্গে নতুন সেনা ঘাঁটি ও আসামে সামরিক স্টেশন স্থাপন করছে ভারত ◈ আহমেদাবাদে হ‌তে পা‌রে  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ◈ জুলাই সনদ ও গণভোট নি‌য়ে উত্তপ্ত রাজনী‌তির মাঠ, দলগুলো কি সমঝোতায় পৌঁছাতে পারবে?

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০১:৫২ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০১:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রীড়া পরিষদের পরিত্যক্ত সুইমিং পুলটি ভেঙ্গে ২৫-৩০তলা মাল্টিপারপাস বিল্ডিং তৈরির সুপারিশ

মনিরুল ইসলাম: [২] জাতীয় ক্রীড়া পরিষদ ভবন সংলগ্ন পরিত্যক্ত সুইমিং পুলটি ভেঙ্গে ২৫-৩০ তলা বিশিষ্ট একটি মাল্টিপারপাস বিল্ডিং তৈরির সুপারিশ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

[৩] বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ৮ম বৈঠকে এই সুপারিশ করা হয়।

[৪] সংসদীয় কমিটির সভাপতি আবদুল্লাহ-আল ইসলাম জ্যাকবের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, আব্দুস সালাম মূর্শেদী, জুয়েল আরেং ও এ এম নাঈমুর রহমান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

[৫] কমিটি সূত্রে জানা গেছে , বৈঠকে পরিত্যক্ত সুইমিং পুল নিয়ে আলোচনা ছাড়াও বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের খেলোয়াড়দের প্রশিক্ষণের বিষয়ে আলোচনা হয়। আলোচনা শেষে প্রশিক্ষণের জন্য একজন পুরুষ ও একজন মহিলা কোচ নিয়োগ, আন্তর্জাতিক মানের স্থায়ী মাঠের ব্যবস্থা গ্রহণ এবং অর্থ বরাদ্দ বৃদ্ধির সুপারিশ করা হয়।

[৬] সূত্র আরও জানায়, ন্যাশনাল সার্ভিস কর্মসূচি বর্তমান সরকারের একটি অগ্রাধিকারমূলক কর্মসূচি। কর্মপ্রত্যাশী ২৪ থেকে ৩৫ বছর বয়সী শিক্ষিত (উচ্চ মাধ্যমিক ও তার বেশি) যুবক ও যুব মহিলা ন্যাশনাল সার্ভিস কর্মসূচির উপকারভোগী। পাইলটিং প্রকল্প শেষে এই কর্মসূচি সম্প্রসারিত হয়েছে। এপর্যন্ত ৩৭ টি জেলার ১২৮টি উপজেলা কর্মসূচিভুক্ত হয়েছে।

[৭] সূত্র জানায়, এই কর্মসূচির অধীনে এ পর্যন্ত ২২ লাখ ৯ হাজার ৯১০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এরমধ্যে অস্থায়ী কর্মসংযুক্তিপ্রাপ্ত ২২ লাখ ৭ হাজার ৫৭৫ জন। কর্মসংযুক্তিতে ২০০৯-২০১০ অর্থবছরে হতে ২০১৯-২০২০ অর্থবছরে এ পর্যন্ত তিন হাজার ১৮০ কোটি ৮২ লাখ টাকা ব্যয় হয়েছে। চলতি অর্থবছরে এ কর্মসূচির বরাদ্দ ৫৭৬ কোটি ৮৫ লাখ টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়