শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০১:৫২ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০১:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শাহজালাল সার কারখানা পরিদর্শন করেছে সংসদীয় কমিটি

মনিরুল ইসলাম : [২] শাহজালাল সার কারখানা ও প্রকল্প এলাকা পরিদর্শন করেছে একাদশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

[৩] বুধবার কমিটির সভাপতি মো. আব্দুস শহীদ এর উপস্থিতিতে শাহজালাল সার কারখানা ও প্রকল্প এলাকা পরিদর্শন করা হয়।

[৪] এ সময় কমিটির সভাপতির বিশেষ আমন্ত্রণে স্থানীয় সংসদ-সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।

[৫] কমিটি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকল্পে ক্রমবর্ধমান ইউরিয়া সারের চাহিদা মেটানো, বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও সুলভ মূল্যে কৃষকদের নিকট মানসম্মত ইউরিয়া সার সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে নির্মিত শাহজালাল ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড এর প্রকল্প ব্যয়ের বিভিন্ন খাত নিয়ে আলোচনা করে।

[৬] পরিদর্শনকালে কারখানায় বিদ্যমান সমস্যাসমূহ, চাহিদা মাফিক স্টিম উৎপাদনের সীমাবদ্ধতা, কারখানার স্পেয়ার পার্টস এর স্বল্পতা, অপারেশনাল সমস্যা, কারিগরী দক্ষতা, অভিজ্ঞতাসম্পন্ন জনবলের স্বল্পতা এবং সমস্যাগুলো থেকে উত্তরণের বিষয়ে প্রতিষ্ঠানটির করফারেন্স হলে বিশদ আলোচনা হয়।

[৭] পরিদর্শনকালে শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, সিলেটের জেলা প্রশাসক, শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়