শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০১:২৭ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের সঙ্গে বিমান পরিসেবা বন্ধ করল সৌদি আরব

জেরিন আহমেদ: [২] সৌদি আরবের জেনারেল অথরিটি অফ সিভিল অ্যাভিয়েশনের তরফ থেকে জানানো হয়েছে, “ভারত, ব্রাজিল ও আর্জেন্টিনার সঙ্গে বিমান পরিষেবা বন্ধ করা হয়েছে। এই দেশগুলি থেকে কোনও যাত্রী এই মুহূর্তে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না। তবে যদি সরকারের অতিথি হয়ে হয়ে কেউ আসেন, তাহলে তাঁদের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।” এই বিবৃতিতে আরও জানানো হয়েছে, শুধুমাত্র বিমান নয়, চার্টার্ড ফ্লাইটের ক্ষেত্রেও একই নিয়ম রয়েছে। অর্থাৎ এই দেশগুলি থেকে চার্টার্ড ফ্লাইটও আসতে পারবে না সৌদি আরবে।

[৩] এছাড়া করোনা বিধি ভাঙায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস চলাচল বন্ধ করেছিল দুবাই। তবে শুধু এয়ার ইন্ডিয়া নয়, ভারতের সঙ্গে সব রকমের বিমান পরিষেবা বন্ধ করল সৌদি আরব।

[৪] এর আগে দু’জন করোনা পজিটিভ রিপোর্ট থাকা যাত্রীকে নিয়ে যাওয়ার জন্য এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল দুবাই সিভিল অ্যাভিয়েশন অথরিটি। যদিও শনিবার থেকে ফের সেই পরিসেবা শুরু হয়েছে বলে খবর। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহীতে প্রচুর সংখ্যায় ভারতীয় থাকেন।

[৫] ভারতে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর গত ২৩ মার্চ থেকে বন্ধ করে দেওয়া হয় আন্তর্জাতিক বিমান পরিষেবা। এখনও সেই পরিষেবা শুরু হয়নি। বন্দে ভারত মিশনের আওতায় ও কয়েকটি দেশের সঙ্গে এয়ার বাবল চুক্তির মাধ্যমে পরিষেবা চালানো হচ্ছিল। তার মধ্যে অন্যতম দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহী।

[৬] গত শুক্রবার ভারত থেকে হংকংয়ে যাওয়ার পরে কিছু যাত্রীর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। তারপরেই রবিবার থেকে আগামী ৩ অক্টোবর পর্যন্ত ভারতের সঙ্গে বিমান পরিষেবা বন্ধ রাখার কথা জানিয়েছে হংকং। এবার আরও একটি দেশ পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিল।

[৬]ভারতে করোনা আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ৫৬ লাখ ৪৬ হাজার ১০ জন। মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৯০ হাজার ২০ জন। অবশ্য তার সঙ্গে সুস্থতার সংখ্যাও বাড়ছে। সূত্র: দি ওয়াল

  • সর্বশেষ
  • জনপ্রিয়