শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০১:০৬ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০১:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামী মে মাসের মধ্যে শর্তসাপেক্ষে আফগানিস্তান থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করবে পেন্টাগন

রাশিদুল ইসলাম : [৩] শর্তগুলো চূড়ান্ত করতেই পেন্টাগন কাবুলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প তার নির্বাচনী প্রচারে যুক্তরাষ্ট্রের বিরতিহীন যুদ্ধের অবসানের কথা বলছেন। বিশেষ করে ইরাক ও আফগানিস্তান থেকে ইতিমধ্যে বেশ কয়েক হাজার মার্কিন সেনা ফিরিয়ে আনার ঘোষণাও দিয়েছেন ট্রাম্প। স্পুটনিক

[৪] যুক্তরাষ্ট্রের হাউস ওভারসাইট এন্ড রিফর্ম সাবকমিটি অন ন্যাশনাল সিকিউরিটিকে পেন্টাগনের কর্মকর্তারা বলছেন বিচক্ষণ পরিকল্পনা প্রণয়ন করেই আফগানিস্তান থেকে শর্ত মিললে সব সেনা ফিরিয়ে আনা হবে।

[৫] তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রে কি ধরনের চুক্তি হয় তার ওপরও সেনা ফিরিয়ে নেয়ার বিষয়টি নির্ভর করছে। হাউসের শুনানিতে মার্কিন সেনা কর্মকর্তা ডেভিড হেলভে বলেছেন আফগানিস্তানে মার্কিন সেনা সংখ্যা ৪ থেকে ৫ হাজারে নামিয়ে আনার চেয়ে পুরোপুরি প্রত্যাহারে অগ্রাধিকার দেয়া হচ্ছে। বর্তমানে দেশটিতে সাড়ে ৮ হাজার মার্কিন সেনা রয়েছে।

[৬] আগামী নভেম্বরের মধ্যে আফগানিস্তানে মার্কিন সেনা সংখ্যা সাড়ে চার হাজারে নামিয়ে আনবে পেন্টাগন।

[৭] গত দুই দশকে এই প্রথমবার কাতারে তালেবান ও আফগান সরকারের মধ্যে শান্তিপূর্ণভাবে আলোচনা এগিয়ে যাচ্ছে। এর পরিণতির ওপর নির্ভর করছে আফগানিস্তান থেকে মার্কিন সেনা পুরোপুরি ফিরিয়ে আনা সম্ভব হবে কি না। এধরনের আলোচনার সম্ভব হয়ে উঠেছে গত ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তালেবানদের কৃত একটি শান্তি চুক্তি।

[৮] আফগানিস্তানে যুদ্ধবিরতি ঘোষণাও এখন দোয়ায় আলোচনার আরেক লক্ষ্য। এছাড়া আফগানিস্তানে নারীর অধিকার ও ক্ষমতার অংশীদারিত্ব আলোচনায় প্রাধান্য পাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়