শিরোনাম
◈ ৫.৭ মাত্রার ভূমিকম্পে মেট্রোরেলের ৪টি স্টেশনে ফাটল, খসে পড়েছে টাইলস ◈ ৩২ ঘণ্টায় চার ভূমিকম্প: ঢাকায় বড় কম্পনের শঙ্কা বাড়ছে ◈ ঢাকায় ২২ লাখ ভবনের মধ্যে ২১ লাখই ঝুঁকিপূর্ণ, বড় ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা ◈ ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা ◈ উত্তপ্ত আন্ডারওয়ার্ল্ড: আধিপত্যের লড়াইয়ে বাড়ছে খুন-খারাপি ও চাঁদাবাজি ◈ ভূমিকম্পে ফাঁটল: আতঙ্কে ছাত্রাবাস ছেড়ে সড়কে রাত কাটাচ্ছেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ বকশিবাজারে আলিয়া মাদরাসায় ২ গ্রুপের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী (ভিডিও) ◈ ভারত আইনগতভাবে হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য: নিরাপত্তা বিশ্লেষক মুনিরুজ্জামান ◈ ভূমিকম্পে মৃত্যু: ছেলেকে হারিয়ে নিজেকেই দায়ী করছেন মা নিপা ◈ মুশফিককে কেন রেকর্ড গড়ার সুযোগ দেওয়া হয়নি, ব্যাখ্যা দিলেন আশরাফুল

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০১:০৬ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০১:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামী মে মাসের মধ্যে শর্তসাপেক্ষে আফগানিস্তান থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করবে পেন্টাগন

রাশিদুল ইসলাম : [৩] শর্তগুলো চূড়ান্ত করতেই পেন্টাগন কাবুলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প তার নির্বাচনী প্রচারে যুক্তরাষ্ট্রের বিরতিহীন যুদ্ধের অবসানের কথা বলছেন। বিশেষ করে ইরাক ও আফগানিস্তান থেকে ইতিমধ্যে বেশ কয়েক হাজার মার্কিন সেনা ফিরিয়ে আনার ঘোষণাও দিয়েছেন ট্রাম্প। স্পুটনিক

[৪] যুক্তরাষ্ট্রের হাউস ওভারসাইট এন্ড রিফর্ম সাবকমিটি অন ন্যাশনাল সিকিউরিটিকে পেন্টাগনের কর্মকর্তারা বলছেন বিচক্ষণ পরিকল্পনা প্রণয়ন করেই আফগানিস্তান থেকে শর্ত মিললে সব সেনা ফিরিয়ে আনা হবে।

[৫] তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রে কি ধরনের চুক্তি হয় তার ওপরও সেনা ফিরিয়ে নেয়ার বিষয়টি নির্ভর করছে। হাউসের শুনানিতে মার্কিন সেনা কর্মকর্তা ডেভিড হেলভে বলেছেন আফগানিস্তানে মার্কিন সেনা সংখ্যা ৪ থেকে ৫ হাজারে নামিয়ে আনার চেয়ে পুরোপুরি প্রত্যাহারে অগ্রাধিকার দেয়া হচ্ছে। বর্তমানে দেশটিতে সাড়ে ৮ হাজার মার্কিন সেনা রয়েছে।

[৬] আগামী নভেম্বরের মধ্যে আফগানিস্তানে মার্কিন সেনা সংখ্যা সাড়ে চার হাজারে নামিয়ে আনবে পেন্টাগন।

[৭] গত দুই দশকে এই প্রথমবার কাতারে তালেবান ও আফগান সরকারের মধ্যে শান্তিপূর্ণভাবে আলোচনা এগিয়ে যাচ্ছে। এর পরিণতির ওপর নির্ভর করছে আফগানিস্তান থেকে মার্কিন সেনা পুরোপুরি ফিরিয়ে আনা সম্ভব হবে কি না। এধরনের আলোচনার সম্ভব হয়ে উঠেছে গত ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তালেবানদের কৃত একটি শান্তি চুক্তি।

[৮] আফগানিস্তানে যুদ্ধবিরতি ঘোষণাও এখন দোয়ায় আলোচনার আরেক লক্ষ্য। এছাড়া আফগানিস্তানে নারীর অধিকার ও ক্ষমতার অংশীদারিত্ব আলোচনায় প্রাধান্য পাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়