শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০১:০৬ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০১:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামী মে মাসের মধ্যে শর্তসাপেক্ষে আফগানিস্তান থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করবে পেন্টাগন

রাশিদুল ইসলাম : [৩] শর্তগুলো চূড়ান্ত করতেই পেন্টাগন কাবুলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প তার নির্বাচনী প্রচারে যুক্তরাষ্ট্রের বিরতিহীন যুদ্ধের অবসানের কথা বলছেন। বিশেষ করে ইরাক ও আফগানিস্তান থেকে ইতিমধ্যে বেশ কয়েক হাজার মার্কিন সেনা ফিরিয়ে আনার ঘোষণাও দিয়েছেন ট্রাম্প। স্পুটনিক

[৪] যুক্তরাষ্ট্রের হাউস ওভারসাইট এন্ড রিফর্ম সাবকমিটি অন ন্যাশনাল সিকিউরিটিকে পেন্টাগনের কর্মকর্তারা বলছেন বিচক্ষণ পরিকল্পনা প্রণয়ন করেই আফগানিস্তান থেকে শর্ত মিললে সব সেনা ফিরিয়ে আনা হবে।

[৫] তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রে কি ধরনের চুক্তি হয় তার ওপরও সেনা ফিরিয়ে নেয়ার বিষয়টি নির্ভর করছে। হাউসের শুনানিতে মার্কিন সেনা কর্মকর্তা ডেভিড হেলভে বলেছেন আফগানিস্তানে মার্কিন সেনা সংখ্যা ৪ থেকে ৫ হাজারে নামিয়ে আনার চেয়ে পুরোপুরি প্রত্যাহারে অগ্রাধিকার দেয়া হচ্ছে। বর্তমানে দেশটিতে সাড়ে ৮ হাজার মার্কিন সেনা রয়েছে।

[৬] আগামী নভেম্বরের মধ্যে আফগানিস্তানে মার্কিন সেনা সংখ্যা সাড়ে চার হাজারে নামিয়ে আনবে পেন্টাগন।

[৭] গত দুই দশকে এই প্রথমবার কাতারে তালেবান ও আফগান সরকারের মধ্যে শান্তিপূর্ণভাবে আলোচনা এগিয়ে যাচ্ছে। এর পরিণতির ওপর নির্ভর করছে আফগানিস্তান থেকে মার্কিন সেনা পুরোপুরি ফিরিয়ে আনা সম্ভব হবে কি না। এধরনের আলোচনার সম্ভব হয়ে উঠেছে গত ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তালেবানদের কৃত একটি শান্তি চুক্তি।

[৮] আফগানিস্তানে যুদ্ধবিরতি ঘোষণাও এখন দোয়ায় আলোচনার আরেক লক্ষ্য। এছাড়া আফগানিস্তানে নারীর অধিকার ও ক্ষমতার অংশীদারিত্ব আলোচনায় প্রাধান্য পাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়