শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে জমজমাট অনলাইন ব্যবসা, বাড়ছে ক্রেতা

এসআই রাজ : [২] কারনার কারণে সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলেও প্রসার ঘটেছে অনলাইন ব্যবসার। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে ক্রেতারা দোকানে কেনাকাটার পরিবর্তে অনলাইনে কেনাকাটাকেই নিরাপদ মনে করছেন। এর ফলে অনলাইনে অর্ডার বেড়েছে ৬০ থেকে ৭০ শতাংশ। আর নতুন উদ্যোক্তা যোগ হয়েছে প্রায় চার লাখ।

[৩] দেশে মার্চ থেকে শুরু হওয়া করোনাভাইরাস আস্তে আস্তে ছড়িয়ে পড়লে সারাবিশ্বের মতো মুখ থুবড়ে পরে দেশের অর্থনীতিও। বহু প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় চাকরি হারিয়ে বা বেতন বন্ধ হয়ে ক্ষতিগ্রস্ত হন কোটি খানেক মানুষ। অথচ ঠিক উল্টোচিত্র অনলাইন ব্যবসায়।

[৪] মার্চে যখন একে এক সব প্রতিষ্ঠান বন্ধ হতে থাকে, তখনই প্রসার ঘটে অনলাইন কেনাকাটার। ভোক্তারা বলেন, করোনা ও লকডাউনের সময় যদি অনলাইন শপের ব্যবস্থা না থাকত, জানি না কি হতো। জীবন অনেক কঠিন। তবে কঠিনের মধ্যেও অনলাইন শপ জীবনকে অনেক সহজ করে দিয়েছে। এখন নিত্য প্রয়োজনীয় সব কিছুই অনলাইনে কেনা যায়। এমনকি গেল কোরবানি ঈদের গরুও কেনা হয়েছে অনলাইনে। অফিসে থেকেও যেকোনও কিছু খুব সহজে অর্ডার দেয়া যাচ্ছে।

[৫] অনলাইন ব্যবসার প্রসার ঘটায় অনেকে এসময় ব্যবসা শুরু করেন। তাদেরই একজন জীনাত আরা তন্বী। ঘরে তৈরি বিরিয়ানি, কাবাব আর নানা রকম দেশি খাবার নিয়ে শুরু করেন তন্বী’স কিচেন। ফেসবুক পেজ এর মাধ্যমে ব্যবসা শুরু করে এখন সফল উদ্যোক্তা তিনি। তিনি বলেন, তিন মাসেরও কম সময়ে আমি আরও তিনজনকে কাজ করার মতো সুযোগ করে দিতে পেরেছি।

[৬] দেলোয়ার হোসাইন নিজ জেলা শেরপুরকে তুলে ধরতে চান বিশ্ববাসীর কাছে। আওয়ার শেরপুর নামে পেজ চালু করে জেলা ব্রান্ডি এর পাশাপাশি শেরপুরের বিখ্যাত তুলসীমালা চাল ও মন্ডা বিক্রি করছেন। তিনি বলেন, প্রতি মাসে এক লাখ থেকে দুই লাখ টাকার মতো বিক্রি হয়। ছেলেবেলা থেকে ইচ্ছে ছিল মানুষের কর্মসংস্থান করব। কিন্তু চাকরিতে সেটা সম্ভব হতো না।

[৭] এদিকে ২০১৯ থেকে চাঁদপুরের ইসমাইল হোসেন অভিজ্ঞতা আর দক্ষতার সাথে জামদানি শিল্পের চর্চা শুরু করেন। সেই প্রচেষ্টা থেকে গড়ে তুলেন ‘জামদানি কাব্য’ নামে নিজের ব্যবসায়ীক পেইজ। সময়ের সঙ্গে তাল দিয়ে দেশি পণ্যের উপর কাজ করে পরিচিতি পাচ্ছে ‘জামদানি কাব্য’।

[৮] জানতে চাইলে ইসমাইল হোসেন জানান, প্রোডাক্ট ডেভেলপমেন্টের জায়গায় চাকুরী জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ক্রেতাদের ভালো কিছু এনে দিলে পেছন ফিরে কখোনোই তাকাতে হবে না। চ্যালেঞ্জ থাকবে, তবে কাজে টার্গেট এবং এক্টিভিটি দুটোই থাকতে হবে। বর্তমানে ক্রেতাদের পছন্দসই জামদানি পণ্য কাস্টমাইজেশনে শিল্পের বৈচিত্র্য আনার লক্ষ্যে কাজ করছে টিম জামদানি কাব্য।

[৯] অনলাইনে রুটি পরোটা সরবরাহ করে সফল হওয়া দুলালী বেগম বলেন, করোনার সময় আমি অনেক ভালো সাড়া পেয়েছি। প্রতিদিন আমি ৬০ থেকে ৭০টা রুটি পরোটার অর্ডার পেয়েছি।

[১০] তাঁতের শাড়ি বিক্রি করে স্বাবলম্বী শারমিন ইসলাম বলেন, আমি সব সময় দেশীয় শাড়িতে নিজস্ব ডিজাইনে কাজ করতে চাইতাম। সেটা অনলাইনের কারণে সম্ভব হয়েছে।

[১১] আর পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার বিক্রি করে সফল উদ্যোক্তা ঢাকাইয়া পাকঘরের নূরজাহান সাদিয়া বলেন, আমার সাইনিং ডিস হচ্ছে চিকেন বিরিয়ানি ও চিকেন টোস্ট। আমার পরিবারকে আমি যে খাবারটা খাওয়াব ঠিক একই খাবার আমি আমার গ্রাহকদের খাওয়াব।

[১২] ই-কমার্স অ্যাসোসিয়েশানের যুগ্ম-সম্পাদক নাসিমা আক্তার নিশা জানান, করোনাকালে অনলাইনভিত্তিক ব্যবসায় বিপ্লব ঘটেছে। করোনাকালে যে এই সময়টাকে কাজে লাগিয়েছে সে কিন্তু শূন্য থেকে লাখপতি হয়েছে।

[১৩] তাই অনলাইন ব্যবসাকে যুগোপযোগী ও টেকসই করতে ব্যাংক ঋণ ও সরকারি সহায়তা চান উদ্যোক্তারা। পাশাপাশি স্কিল ডেভেলপমেন্টের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করাটা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়