শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০৯:০০ সকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুখোমুখি মুম্বাই-কলকাতা: হেড টু হেডে কে এগিয়ে

রাহুল রাজ : [২] আজ আইপিএল ২০২০- তে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স। হাই-ভোল্টেজ এই ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। তার আগে দেখে নেওয়া যাক দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান। কোন দল এগিয়ে থেকে শুরু করবে, তাও জেনে নেওয়া যাক।

[৩] মুখোমুখি কেকেআর ও মুম্বাই :
আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে অনেকটাই পিছিয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। টুর্নামেন্টে এখনও পর্যন্ত ২৫ বার দেখা হয়েছে দুই দলের। ১৯ বার জিতেছে মুম্বাই। মাত্র ৬ বার জিতেছে শাহরুখ খানের দল।

[৪] শেষ দুই ম্যাচের ফল

[৫] ২০১৯ সালের আইপিএল লিগ পর্যায়ে দুই বার মুখোমুখি হয়েছিল দুই দল। কলকাতার ইডেন গার্ডেন্সে হওয়া প্রথম ম্যাচ ৩৪ রানে জিতেছিল কেকেআর। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচ ৯ উইকেটে জিতে মধুর বদলা নিয়েছিলেন রোহিত শর্মারা।

[৬] কোন মাঠে এবং কখন ম্যাচ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশ সময় রাত ৮টায় থেকে শুরু হবে ম্যাচ।
এগিয়ে শুরু করবে কারা

ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, দলের ভারসাম্যে এবারের কেকেআর-ই সর্বকালের সেরা। দলে আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক, শুভমান গিলদের মতো ব্যাটসম্যানদের পাশাপাশি প্যাট কামিন্স, কুলদীপ যাদবের মতো বোলাররাও রয়েছেন। তবে রোহিত শর্মা, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, ট্রেন্ট বোল্ট, জয়প্রীত বুমরাহ সম্বৃদ্ধ মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং এবং বোলিং বিভাগ দাড়িপাল্লার ওজনে কেকেআরের থেকে কিছুটা হলেও এগিয়ে। শতাংশের হারে দুই দলের ম্যাচ জয়ের সম্ভাবনা ৫৫/৪৫ বলা চলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়