শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৪৩ সকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় চার ভুয়া ডিবি পুলিশ আটক!

মাহফুজ নান্টু: [২] পিস্তল ওয়াকিটকি হ্যান্ডকাফ ও নগদ টাকাসহ চার ভুয়া ডিবি পুলিশকে আটক করা হয়েছে। ঢাকার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় প্রেস ব্রিফ্রিংয়ে কুমিল্লা পুলিশ সুপার মো. সৈয়দ নুরুল ইসলাম এ তথ্য জানান।

[৩] সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১২ আগষ্ট ডিবি পুলিশ পরিচয়ে দেবিদ্বার এলাকা থেকে ১২ লাখ টাকা ছিনতাই হয়। এছাড়া ৭ জুলাই সদও দক্ষিন এলাকা থেকে একজন মুদি দোকানী থেকে ৫ লাখ ৮ হাজার টাকা ও ৯ সেপ্টেম্বর দাউদকান্দি এলাকা থেকে বিকাশ ব্যবসায়ীর কাছ থেকে ৫ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। সবগুলো ঘটনা ডিবি পুলিশ পরিচয়ে ঘটে ।

[৪] বিষয়টি নিয়ে কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের এলআইসি টিম নজরধারী শুরু করে। পরে গত কয়েকদিন ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মেরুন কালারের প্রাইভেট কার, পিস্তল, হ্যান্ডকাফ, লাঠি ও ছিনিয়ে নেয়া ১ লাখ ৫০ হাজার টাকাসহ চার জন কে আটক করা হয়।

[৫] আটককৃতরা হলেন শেরপুর জেলার শ্রীবরদী থানার ধাতুয়া গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে মো.সুমন মিয়া (৪৫), ভোলার তজুমুদ্দিন থানার শাহজাহান মিয়ার ছেলে মো. ইউসুফ (৫২), জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার মৃত আনারুলের ছেলে মো. আপেল (৪৫) ও যশোর জেলার কোতয়ালী থানার লুতফুর রহমানের ছেলে মো. মনির (৪৫)।

[৬] তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে করা হয়েছে। প্রেস ব্রিফ্রিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ) আজিম-উল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন, অতিরিক্ত পুলিশ সুপার( হেডকোয়ার্টার) নাজমুল হাসান রাফি, অতিরিক্ত পুলিশ সুপার প্রশান্ত কুমার পাল। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়