শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৫৬ সকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতিসংঘের কর্মীদের বিনামূল্যে করোনার টিকা দেয়ার প্রস্তাব রাশিয়ার

লিহান লিমা: [২] জাতিসংঘের ৭৫তম বার্ষির্কীতে সাধারণ পরিষদের ভার্চুয়াল অধিবেশনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাতিসংঘের মাধ্যমে দেশটির উৎপাদিত স্পুটনিক-২ টিকা সদস্য দেশগুলোকে সরবরাহ করার প্রস্তাব দিয়েছেন। নভেল করোনা ভাইরাসের কারণে ইতিহাসে এই প্রথমবারের মতো ওয়ার্ক ফ্রম হোম’ নীতিতে অধিবেশন চালালো জাতিসংঘ। আরটি/ইয়াহু নিউজ

[৩]যদিও তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল সম্পূর্ণ না করেই করোনার টিকার অনুমোদন দিয়ে দেয়ায় স্পুটনিক-২ এর সুরক্ষা, কার্যকারীতা এবং গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানী ও গবেষকরা। তারা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, একটি টিকার সম্পূর্ণ ধাপ শেষ না করেই তা মানবশরীরে প্রয়োগ করলে সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যেতে পারে।

[৪]তবে মস্কো দাবী করছে তাদের টিকায় এখন পর্যন্ত কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় নি ও পুতিনের নিজ কন্যা স্বয়ং এই টিকা গ্রহণ করেছেন এবং তিনি সুস্থ আছেন।

[৫]এদিন মস্কো থেকে পূর্বে ধারণকৃত ভাষণে পুতিন বলেছেন, ‘আমাদের মধ্যে যে কেউ এই ভাইরাসে আক্রান্ত হতে পারে। এই ভাইরাস কাউকে ছাড় দেয় না।’ পুতিন আরো বলেন, ‘রাশিয়া জাতিসংঘের কর্মীদের বিনামূল্যে এই টিকা সরবরাহ এবং স্বেচ্ছাসেবীদের ভর্তুকি দিতে প্রস্তুত।’ পুতিন জানান, জাতিসংঘের সদস্য দেশগুলোর কিছু নেতা তার কাছে এই টিকা সম্পর্কে জানতে চেয়েছেন এবং তিনি এ বিষয়ে সর্বোচ্চ সহায়তা করতে প্রস্তুত।

[৬]পুতিনের মন্তব্যের প্রেক্ষিতে জাতিসংঘের বিশেষ মুখপাত্র স্টেফানি দুজেরিক বলেছেন, ‘ আমরা প্রেসিডেন্ট পুতিনকে এই প্রস্তাবের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মেডিকেল বোর্ড বিষয়টি নিয়ে কাজ করবে।’

[৭]তবে জেনেভায় জাতিসংঘের মেডিক্যাল এজেন্সি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ডাক্তার মার্গারেট হ্যারিস এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়