শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ পঞ্চগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০২:১৩ রাত
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দীপু মাহমুদ: আব্বার কথা শুনলে আমি হয়তো এখন স্বাস্থ্যের ডিজির ড্রাইভার হতে পারতাম

দীপু মাহমুদ: পড়াশোনা করতে আমার ভালো লাগতো না। স্কুলের স্যাররা আমাকে নিয়ে খুব চিন্তিত ছিলেন। কুষ্টিয়া জেলা স্কুলে গত ১০ বছরে এসএসসি পরীক্ষায় ফেলের রেকর্ড নেই। আমি এসএসসি পরীক্ষায় ফেল করে ১০ বছরের রেকর্ড ভেঙে ফেলি কিনা তাই নিয়ে স্যারদের টেনশন। হেড স্যার বললেন, টেস্ট পরীক্ষায় যদি রেজাল্ট ভালো করতে না পারে, তাহলে সে এবার ড্রপ দেবে। পরীক্ষা দেবে না। এসএসসি টেস্ট পরীক্ষার আগে আমি এক চাঁদ দেখলাম ৩টা। কুষ্টিয়া থেকে খুলনাতে গেলাম চোখ দেখাতে। বড় ডাক্তার চোখ দেখে বললেন, পরীক্ষা চলে গেলে চোখ ভালো হয়ে যাবে। ওষুধ লাগবে না। ডাক্তার আঙুল চোখের সামনে নাড়ানোর ব্যায়াম দিলেন। ওষুধ দিলেন না। চশমার ফ্রেম ঠিক করে রেখেছিলাম। চশমাও দিলেন না। তাতে আমার চাঁদ ৩টা দেখা বন্ধ হলো না। আব্বার বিশেষ অনুরোধে হেড স্যার আমাকে টেস্ট পরীক্ষা দেওয়া থেকে মুক্তি দিলেন। মহা আগ্রহ নিয়ে পড়াশোনা শুরু করলাম।

এসএসসি পরীক্ষা দিলাম। ফল বের হলো। এত্ত এত্তও সাবজেক্টে স্টার মার্কস নিয়ে ফার্স্ট ডিভিশনে পাস করেছি। আব্বা অত্যাধিক খুশি হলেন। প্রচণ্ড আনন্দে আব্বা ভেসে গেলেন। অতি উৎসাহ নিয়ে আমাকে বললেন, আর পড়তে হবে না, তুমি ড্রাইভিং শেখো। আব্বার কথা শুনলাম না। ড্রাইভিং শিখতে না গিয়ে কলেজে ভর্তি হলাম। আব্বার কথা সকলের শোনা উচিত। আব্বার কথা শুনলে আমি হয়তো এখন স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালকের গাড়ির ড্রাইভার হতে পারতাম। অঢেল আর্থিক লোনে ডুবে থাকতে হতো না আমাকে। শত শত কোটি টাকার মালিক হয়ে যেতাম। আমার থাকতো অনেক বাড়ি, গাড়ি আর একাধিক স্ত্রী। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়