শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব ◈ তামিম ও রিশাদ ঝড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০২:০৬ রাত
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আনোয়ারুল ইসলাম খান আনাস: সরকারি চাকরি একটু বেশিই-ই ভালো, কেন?

আনোয়ারুল ইসলাম খান আনাস: মালেক ড্রাইভারের খবর শুনে খারাপ লাগছে কিন্তু অবাক লাগে নাই। বড় হতে হতে কতোবার আশেপাশের মানুষের কাছে শুনছেন, যে এই সব চাকরি কতো ‘ভালো’? ‘বেশিই টেকার চাকরি?’ চাটগাঁইয়াতে বলে, ‘ অবুক হিতি তো বেশি ফুইসা ধরি ফেলাইয়ে!’ কতোবার শুনছেন যে তাদের বাচ্চাদের মুখে যে ‘সরকারি চাকরিতে একটু খাওয়া লাগে, না হয় চাকরি থাকবে না!’ কতোবার শুনছেন, ‘উনি তো নিজে খায় না কিছু, ওনার ড্রয়ারে পার্সেন্টেজ এসে যায়’? কতোবার শুনছেন, ‘ উনি অনেস্ট অফিসার ঘুষ খায় না, তবে সুযোগ সুবিধা নেয়, এসব কি অগ্রাহ্য করা যায়?’ কতোবার অমুক কর্মকর্তার অফিসে গিয়ে খাম হাতে ওয়েইট করছেন? ‘স্যার নামাজে আছে’। কপালে সিজদার দাগ ওয়ালা স্যার নির্বিকার মুখে খাম ড্রয়ারে ফেলে দিছে আসরের তসবি পড়তে পড়তে। কতোবার দেখছেন, অবৈধ টাকায় কলাগাছ হয়ে এলাকায়, আত্মীয়-স্বজনের মধ্যে সম্মানিত হয়ে যেতে? কোর্ট, পোর্ট, বোর্ডের চাকরি বেশি ভালো। ক্যান? ইউ নো ওয়াই। সরকারি চাকরি বেশিই-ই ভালো। ক্যান? ইউ নো ওয়াই!
ব্যতিক্রম নাই তা না, কিন্তু বেশিরভাগ মানুষের কালচার এইটাই। এই মানুষগুলো আমাদের সাথে উঠছে বসছে, দাওয়াত খাইছে দাওয়াত করছে, আমরা গেছি। মনে মনে হয়ে ভাবছি আহারে এমন বিবেকহীন হিসাবহীন পয়সা আমার হয়না কেন? পরে নিজেকে নিজে বলছি এরকম চামচে করে গু খাওয়া তো সম্ভব না রে ভাই। কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারবেন এই গু খাওয়ার ব্যাপারটা আমরা নিজেরা ইজি-নর্ম করে দি নাই এদের জন্য? আমরা তাদের কে রীতিমতো সেলিব্রেট করছি। ওয়াও, টাকা, ক্ষমতা, গাড়ি, বাড়ি। প্রশাসন আর সরকারকে রীতিমতো হাস্যকর করে ফেলছে এরা। সামনে আর কী কী দেখা লাগবে কে জানে। পিএস: এত্ত শংকাহীন মনে এইসব ক্যান বলতে পারতেছি জানেন? আমার বাপ মোহাম্মদ আমানউল্লাহ খান সারাজীবন হালাল কামাই খাওয়াইছে তাই। আমি নিজে জীবনে হারাম কামাই নাই, তাই। সেটা একটা প্রাইডের ব্যাপার। অজুহাত দিয়ে সেই প্রাইড কিনা যায়নারে মামু। ফেসবুক থেকে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়