শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০৯:০৭ সকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০৯:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আনিস আলমগীর: ডেসটিনি-হলমার্ক দুর্নীতিবাজদের বিচার কবে হবে?

আনিস আলমগীর: দুর্নীতিবাজদের ধরার খবরের সঙ্গে দুর্নীতি-অনিয়ম বেড়েছে এটা যেমন বোঝা যায়, দুর্নীতি প্রতিরোধে সরকারের সদিচ্ছা আছে এটাও কিন্তু প্রমাণিত হয়। সে কারণে আমি সরকারকে সাধুবাদ জানাই। দুর্নীতি উৎঘাটনে মিডিয়ার ভূমিকা অগ্রগণ্য হওয়ার কথা থাকলেও এখন ভূমিকা দিন দিন নগণ্য হচ্ছে। তাতে আমি খুব হতাশ। সরকার লিখতে দেয় না একথা শুনি, অনেক ক্ষেত্রে বিশ^াসযোগ্যও কিন্তু দুর্নীতি উৎঘাটন করতে সরকার বাধা দিচ্ছে আমিতো দেখি না।

সেলফ সেন্সরশিপ চলছে মালিকের স্বার্থে। মিডিয়ার মালিকরা নিজেরাই দুর্নীতিতে লিপ্ত থাকলে অন্যের দুর্নীতি উৎঘাটন করবে কী করে তার সাংবাদিকরা। মিডিয়াগুলো এক একটা মালিকের সম্পত্তি পাহারার পোষা কুত্তার ভূমিকায় নেমেছে। সে কারণে ড্রাইভার-মালি মার্কা লোকের দুর্নীতির খবরই আসে শুধু... ডেসটিনির মালিকের মতো বাটপারদের খবর আসে না। আমলাদের খবর আসে না। বর্তমান সচিবদের মধ্যে এর চেয়ে বড় চোর আছে, তাদের র‌্যাব গ্রেপ্তার করতে দেখি না। ড্রাইভারের খবর নিয়ে দিনভর সবাই জবর কাটছে।

এতো বছর ধরে জেলের নামে হাসপাতালে আরাম করছে ডেসটিনির মালিক রফিকুল আমিন। পত্রিকায় খবর দেখলাম, তার জামিন আবার পেছালো। জামিন পেছানোতেই যদি বছরের পর বছর লাগে, মামলার রায়টা হবে কবে। এতো দিনে তো তার ফাঁসি হওয়ার কথা। ডেসটিনি-হলমার্কওয়ালের বিচার হবে কবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়