শিরোনাম
◈ গাজীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা নাগরিকের মৃত্যু ◈ প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল ◈ এ বছর জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫.৭%: আইএমএফ ◈ ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ৪ পুলিশ সদস্যসহ আহত ২০ ◈ মার্চ মাসে সারাদেশে ৬২৪ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৫০, আহত ৬৮৪  ◈ ঢাকা-দিল্লি সম্পর্ককে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা ◈ অস্ত্রসহ কেএনএফের আরও ৯ সদস্য আটক ◈ পাকিস্তানের মুশতাক আহমেদ বাংলাদেশের নতুন স্পিন কোচ ◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০২:১৫ রাত
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আবারও ৩ ট্রাক পেয়াঁজ আমদানী

আসাদুজ্জামান: [২] সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে আরো ৩ ট্রাক পেয়াঁজ আমদানী হয়েছে। এ নিয়ে গত ৪ দিনে মোট ৪৩ টি ট্রাকে প্রায় এক হাজার ৭০ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ ভোমরা বন্দরে প্রবেশ করেছে। যার বেশীরভাগই পচে গেছে।

[৩] ভারতীয় নিষেধাজ্ঞায় গত ১০/১২ দিন ধরে ট্রাকে বস্তাবন্দী অবস্থায় পেঁয়াজ গুলো বৃষ্টিতে ভিজে ও রোদে পুড়ে নষ্ট হয়ে গেছে। এর ফলে ব্যবসায়ীরা আর্থিকভাবে দারুন ক্ষতির সম্মুখিন হয়েছেন বলে জানান ব্যবসায়ীরা।

[৪] ভোমরা সিএন্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, গত ১৪ সেপ্টেম্বর পর্যন্ত যে সমস্ত পেঁয়াজের ট্রাকের কাগজপত্র সম্পূর্ণ প্রস্তুত ছিল এমন ৪৩ টি পেঁয়াজের ট্রাক ইতিমধ্যে গত ৪ দিনে ভোমরা বন্দরে প্রবেশ করেছে। তবে, প্রায় এক সপ্তাহ যাবত এ সব পেঁয়াজের ট্রাক আটকে থাকায় তার বেশীরভাগই নষ্ট হয়ে গেছে। এর ফলে ব্যবসায়ীরা আর্থিকভাবে দারুন ক্ষতির সম্মুখিন হয়েছেন।

[৫] ভোমরা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মহসিন হোসেন জানান, আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত মোট ৩ টি পেঁয়াজবাহি ট্রাক ভোমরা বন্দরে প্রবেশ করেছে। তিনি আরো জানান, এ নিয়ে গত ৪ দিনে মোট ৪৩ টি ট্রাকে প্রায় এক হাজার ৭০ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ ভোমরা বন্দরে প্রবেশ করেছে। সম্পাদনা: সাদকে আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়