শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০১:৫৭ রাত
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে ডাকাত দলের ৫ সদস্য আটক, অটোরিক্সাসহ দেশীয় অস্ত্র উদ্ধার

মো. মিলটন খন্দকার: [২] গাজীপুর সিটি কর্পোরেশনের সালনা জোলারপাড়া এলাকা থেকে ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। সোমবার রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

[৩] আটককৃতরা হলো, ময়মনসিংহ জেলার হালুয়া ঘাট থানার আতোয়া জঙ্গল এলাকার গোলাম মোহাম্মদের ছেলে মো. আব্দুল্লাহ আল ফয়সাল (১৯), একই জেলার জেলার গৌরিপুর থানার সাহাগঞ্জ এলাকার মো. হারুন অর রশিদের ছেলে মেহেদী হাসান মোস্তাকিম (১৮), টঙ্গাইল জেলার নাগরপুর থানার নন্দপুর এলাকার মো. ইদ্রিস আলীর ছেলে মো. আসলাম হোসেন (১৮), একই ও থানার নন্দপাড়া এলাকার মো. রমজান আলীর ছেলে মো. সজিব মিয়া (১৮) এবং গাজীপুর মেট্রোপলিটন সদর থানার দক্ষিণ সালনার পলাশ টেক এলাকার আ. মান্নানের ছেলে মো. আলমগীর হোসেন (১৮)।

[৪] এ সময় তাদের কাছ থেকে ডাকাতিকৃত একটি ব্যাটারী চালিত অটোরিক্সা, চাপাতি, চাকু, পাঁচশত টাকা এবং দু’টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল ও আটককৃতদের গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

[৫] র‌্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা থেকে ডাকাতরা জোলারপাড় যাওয়ার জন্য ব্যাটারী চালিত অটোরিক্সা ভাড়া করে। ডাকাত দল উক্ত অটোরিক্সা যোগে ইপসা গেইটে আসার পর অটোরিক্সা চালক কে তাদের সাথে থাকা ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে মারাত্নক জখম করে অটোরিক্সা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

[৬] ঘটনাস্থলে ভিকটিম অটোরিক্সা চালকের ডাক-চিৎকারে আশে-পাশে থাকা র‌্যাবের টহল দল এগিয়ে আসলে ঘটনার বিস্তারিত জানতে পারে। পরে ডাকাতিকৃত অটোরিক্সা উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করে। একপর্যায়ে জোলারপাড় এলাকা হতে ডাকাতদেরকে আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে ডাকাতিকৃত একটি ব্যাটারী চালিত অটোরিক্স, চাপাতি, চাকু, পাঁচশত এবং দু’টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

[৭] র‌্যাব আরো জানায়, আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানায় তারা একে অপরের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ গাজীপুরসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মটর সাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ী, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি ডাকাতি করে আসছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়