শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:৫৩ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মার্কিন নির্বাচনে দক্ষিণ এশিয়ার ভোট টানতে ১৪ ভারতীয় ভাষায় প্রচার শুরু ডেমোক্রেটদের

ইমরুল শাহেদ : [২] ৩ নভেম্বরের নির্বাচনে জো বাইডেনের পক্ষে ভোট প্রদানে দক্ষিণ এশীয় মার্কিন নাগরিকদের উৎসাহিত করার লক্ষ্যে ডেমোক্রেট পার্টি ডিজিটাল গ্রাফিক্সের মাধ্যমে প্রচারের এই উদ্যোগ নিয়েছে। ইকোনোমিক টাইমস

[৩] বাইডেনের প্রচার কাজে নিয়োজিত এশিয়ান আমেরিকান প্যাসিফিক আইল্যান্ডার লিডারশিপ কাউন্সিল ও ন্যাশনাল ফিন্যান্স কমিটির সদস্য অজয় জৈন বুটোরিয়া বলেছেন, ‘প্রযুক্তির মাধ্যমে আমরা দক্ষিণ এশীয় আমেরিকানদের কীভাবে নিবন্ধন, নির্বাচনের অনুস্মারকগুলির জন্য সাইন আপ, মেইল-ইন ব্যালটে অনুরোধ করতে হবে, আগাম ভোট দেওয়ার নিয়মাবলি এবং বাইডেন-হ্যারিসের পক্ষে ভোট দিন "সম্পর্কে অবহিত করার উদ্যোগ নিয়েছি।’

[৪] তিনি বলেন, ‘চেলো চলো বাইডেন কো ভোট দো মিউজিক ভিডিওটি ইতোমধ্যেই এই কমিউনিটিতে সুপারহিট হয়ে গেছে। এই সিরিজ গ্রাফিক্সে মধ্যে জাগো আমেরিকা জাগো, ভুল না জানা বাইডেন-হ্যারিস কো ভোট দেনা ১৪ ভাষাতেই জনপ্রিয়তায় এক ধাপ এগিয়ে আছে।’ তিনি বলেছেন, সব মানুষই সঙ্গীত, খাদ্য, ভাষা ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত।

[৫] বুটোরিয়া বলেছেন, ইন্ডিয়ান-আমেরিকানদের মধ্যে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে ভাইস প্রেসিডেন্ট এবং জো বাইডেনকে প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়ে প্রবল উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এ বছরের শুরুর দিকেই ক্যালিফোর্নিয়ার বুটোরিয়া ভারতীয় কমিউনিটির কাছে ১৪ ভাষা নিয়ে পৌঁছে গেছেন।

[৬] তিনি বলেন, ‘এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘আমেরিকা কা নেতা ক্যায়সা হো, জো বাইডেন য্যায়সা হো’ ১৪ ভাষাতেই ভাইরাল হয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়