শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:৩০ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের শেয়ারবাজারগুলোতে ফের কোভিডের ধাক্কা, সূচকের বড় দরপতন

রাশিদ রিয়াজ : বলা হচ্ছে এটি কোভিড মহামারীর দ্বিতীয় ধাক্কা। এ ধাক্কায় যুক্তরাষ্ট্রের ডো জোন্সের সূচক ৮’শ পয়েন্ট নেমে যায়। এরপর আশঙ্কা নেমে আসে অন্যান্য দেশের শেয়ারবাজারেও। অনেকে দেশে শেয়ারবাজারে লেনদেন বন্ধ হয়ে যায় সোমবার। ডো জোন্সের শেয়ার পতন ৩ শতাংশ নেমে যাওয়ার পর নাসডাকের সূচক পতন ঘটে ২ শতাংশ। এসএন্ডপি ৫০০ সূচক ২ শতাংশ হ্রাস পায়। মোটামুটি কোভিডের ধাক্কা সামলিয়ে শেয়ারবাজারগুলোতে প্রযুক্তি কোম্পানিগুলো লাভেই ছিল। বাজার ঘুরে দাঁড়াচ্ছিল। আশায় বুক বাঁধছিলেন বিনিয়োগকারীরা। কিন্তু কোভিডের সার্বিক পরিস্থিতি এবং আগামী শীতে আরো ভয়াবহ পরিণতির আশঙ্কায় শেয়ারবাজারে এর নেতিবাচক প্রভাব পড়ে। সিএনবিসি জানায় ইউরোপে নতুন করে কোভিড ভাইরাসে যাতায়াত ও ব্যবসা বাণিজ্যে ফের নতুন করে বিধি নিষেধ আরোপ হওয়ায় ধস নামে শেয়ার বাজারগুলোতে। ডেনমার্ক, গ্রিস এবং স্পেন-সহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশে নতুন করে এ বিধিনিষেধ আরোপে জার্মানির ডিএএক্স, ফ্রান্সের সিএসি ফোরটি ও লন্ডনের এফটিএসই শেয়ারবাজারে সূচক হ্রাস পায় ৩ শতাংশ। যুক্তরাষ্ট্রের আরকানসাস, কলারোডো, ইডাহো, মনটানা, নেবরাস্কা, নর্থডাকোটায় নতুন করে কোভিড সংক্রমণ বৃদ্ধি শেয়ারবাজারে বিনিয়োগ সম্ভাবনাকে উড়িয়ে নিয়ে যায়।

বিনিয়োগকারীরা রীতিমত শঙ্কিত। সিএনএনকে এফএক্সটিএম’র বাজার বিশেষজ্ঞ হুসেন সায়েদ বলেন বিনিয়োগকারীদের মনে অর্থনীতির পুনরুদ্ধার বা বাজার ঘুড়ে দাঁড়ানোর ব্যাপারে আস্থার সংকট যথেষ্ট পরিমানে রয়েছে।

এদিকে ভারতের শেয়ার বাজারে সেনসেক্স সূচকেও ধস নামে। সোমবার সেনসেক্স ২.০৯ এবং নিফটি ২.২১ শতাংশ হ্রাস পায়। বিএসই স্মল এবং মিডক্যাপ সূচকও এদিন পড়ে যায়। সেনসেক্সে ইন্ডাসইন্ড ব্যাংকের শেয়ারের দাম ৮ শতাংশের বেশি হ্রাস পেয়েছে। সপ্তাহের প্রথম দিনে ধস নামায় এদিনে ৪ লাখ ৫৮ হাজার কোটি রুপিরও বেশি হারান বিনিয়োগকারীরা। ভারত ও বিশ্বজুড়ে বেড়ে চলা কোভিড সংক্রমণের ঘটনা বিনিয়োগকারীদের ভাবাবেগে আঘাত করেছে বলে মন্তব্য করা হয় টাইমস ইন্ডিয়ার প্রতিবেদনে। সেইসঙ্গে ভারতের সংসদে পাশ হওয়া কৃষি বিল বিতর্ক বিনিয়োগকারীদের আরও সতর্ক করে তোলে। পরিণতিতে লাগামহীনভাবে পড়তে থাকে শেয়ার সূচক।

সোমবার এনএসই নিফটি ৫০ সূচক এক সময় প্রায় ২.৫ শতাংশ হ্রাস পেয়েছিল। সূচক নেমে আসে ১১,২২০ পয়েন্টের ঘরে। যদিও বাজার বন্ধ হওয়ার সময় সামান্য বেড়ে তা দাঁড়ায় ১১,২৫০.৫৫ পয়েন্ট। এদিকে, শেয়ার বিক্রির প্রবল চাপে ধরাশায়ী অবস্থা বিএসই সেনসেক্স এরও। একদিনে ৮১২ পয়েন্ট বা ২.০৯ শতাংশ পতন হয়েছে সূচকে। বাজার বন্ধ হওয়ার সময় সেনসেক্স সূচক ছিল ৩৮,০৩৪.১৪ পয়েন্ট। যার জেরে লগ্নিকারীদের ৪.৫৮ লাখ কোটি রুপির বেশি লোকসান হয়েছে। প্রত্যেকটিতে ক্ষেত্রেই এদিন বিক্রির চাপ ছিল। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ১১টি ক্ষেত্রগত সূচকের প্রতিটিই রেড জোনে বন্ধ হয়েছে। এর মধ্যে নিফটি ফার্মা, মেটাল এবং মিডিয়া সূচক ৪ শতাংশ করে হ্রাস পেয়েছে। নিফটি ব্যাংকিং, অটো, এফএমসি’এ এবং রিয়্যালটি ক্ষেত্রের সূচক হ্রাস পেয়েছে ২ থেকে ৪ শতাংশ। সেনসেক্সে ইন্ডাসইন্ড ব্যাংকের শেয়ারের দাম ৮ শতাংশের বেশি পড়ে যায়। এছাড়া মারুতি, এমএন্ডএম, আইসিআইসিআই ব্যাংক, টাটা স্টিল এবং ভারতী এয়ারটেলের সূচক বেড়েছে ৫ শতাংশ থেকে ৬ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়