শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:১৫ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শুরু হচ্ছে ৭ম জাতীয় পুরুষ বেসবল চ্যাম্পিয়নশিপ

রাহুল রাজ: [২] বাংলাদেশ বেসবল-সফটবল এসোসিয়েশনের উদ্যোগে ওয়ালটন ৭ম জাতীয় পুরুষ বেসবল চ্যাম্পিয়নশিপ’২০ আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হবে।

[৩] ঢাকার পল্টন ময়দানে অুনষ্ঠিতব্য তিনদিনব্যাপী এই প্রতিযোগিতায় ৮টি দল অংশগ্রহণ করবে। আগামী ২ অক্টোবর শুক্রবার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

[৪] এ উপলক্ষে মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট সম্পর্কে তথ্য দিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসবল-সফটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন এবং বেসবলের অন্য কর্মকর্তারা।

[৫] অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, ঢাকা জেলা, এসকেএসপি সিরাজগঞ্জ, কমিউনিটি স্পোর্টস ক্লাব, স্যান্ড এনজেল বেসবল ক্লাব, ডিসিসি বেসবল ক্লাব ও এসএসসি। অংশগ্রহণকারী দলগুলো দুই গ্রুপে ভাগ হয়ে নকআউটভিত্তিতে অংশগ্রহণ করবে। দুই গ্রুপের শীর্ষ দুটি দল ফাইনালে অংশগ্রহণ করবে।

[৬] ২০০৯ সাল থেকে এ ৬টি আসরে চ্যাম্পিয়ন হয়েছে মোকাদ্দেস আলী স্পোর্টস একাডেমি ১বার, এসকেএসপি সিরাজগঞ্জ ২বার, বাংলাদেশ পুলিশ ৩বার চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ আনসার পুরুষ বেসবল টিম টানা দুইবার ফাইনালে খেলে রানার্সআপ হয়েছে।

[৭] করোনা বিরতির পর বেসবলের এটি দ্বিতীয় টুর্নামেন্ট। গত ৯-১১ সেপ্টেম্বর ওয়ালটন ৪র্থ জাতীয় মহিলা বেসবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে। যেখানে বাংলাদেশ আনসার চ্যাম্পিয়ন ও বাংলাদেশ পুলিশ রানার্সআপ হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়