শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৫০ সকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোটালীপাড়ায় দোকান ঘর নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০

কোটালীপাড়া প্রতিনিধি: [২] সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কলাবাড়ি ই্উনিয়নের কালিগঞ্জ বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৩] জানাগেছে, কলাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মাইকেল ওঝা চলতি বছরের আগস্ট মাসে হিজলবাড়ি বিনয় কৃষ্ণ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক তরনী কান্ত অধিকারীর কাছ থেকে কালিগঞ্জ বাজারে সাড়ে ৫শতাংশ জায়গা ক্রয় করেন। গত সোমবার এই জায়গায় মাইকেল ওঝা দোকান ঘর নির্মাণ করতে গেলে ভাঙ্গারপাড় গ্রামের বিশ্বনাথ ফলিয়ার ছেলে বিভূতি ফলিয়া লোকজন নিয়ে বাঁধা প্রদান করেন।

[৪] এ সময় দু’পক্ষের সংঘর্ষে ১০জন আহত হয়। গুরুতর আহত সমীরণ সরকার(৩৫), প্রতুল সরকার(৫০), মহানন্দ হালদার(৬০), রথীন ফলিয়া(৪৫), উত্তম ফলিয়া(৪৮) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৫] কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন প্রতুল সরকার বলেন, চেয়ারম্যান মাইকেল ওঝা তার ক্রয়কৃত জায়গায় দোকান ঘর নির্মাণ করতে ছিল। দোকান ঘর নির্মাণের শেষ পর্যায়ে এসে বিভূতি ফলিয়া লোকজন নিয়ে এসে দোকান ঘরটি ভেঙ্গে ফেলেন।

[৬] চেয়ারম্যান মাইকেল ওঝা বলেন, আমি আমার ক্রয়কৃত জায়গায় দোকান ঘর নির্মাণ করতে গেলে বিভূতি ফলিয়া তার লোকজন নিয়ে বাঁধা দেয় এবং আমার লোকদের মারধর করেন।

[৭] এ বিষয়ে বিভূতি ফলিয়ার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, চেয়ারম্যান মাইকেল ওঝা তার জায়গার বাহিরে আমার জায়গায় ঘর তুলতে গেলে আমি বাঁধা প্রদান করি। এ সময় উভয় পক্ষের মাঝে সংঘর্ষ হয়। সংঘর্ষে আমাদের লোকজনও আহত হয়েছে।

[৮] কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, এখন পর্যন্ত কোন পক্ষ থেকে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ভাবে ব্যবস্থা গ্রহন করা হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়