শিরোনাম
◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা ◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা, সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে যেসব তথ্য ◈ রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর ◈ ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়জয়কার

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৫০ সকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রিটার্ন টিকেটের দাবিতে কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ সৌদি প্রবাসীদের

লাইজুল ইসলাম: [২] মঙ্গলবার ভোর থেকে সোনারগাঁও হোটেলে সৌদি এয়ারলাইন্স কার্যালয়ের সামনে জমা হতে থাকেন প্রবাসীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়। সকাল ৯টার পর থেকে কারওয়ান বাজার মোড় অবরোধ করে প্রবাসীরা। এতে কারওয়ান বাজারের সব দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ যানজটে পরে রাজধানীবাসী। পরে তারা সড়ক থেকে সরে গেলে সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

[৩] সৌদি এয়ারলাইন্স তাদের প্রধান গেটের সামনে নোটিশ লিখে জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সৌদি এয়ারলাইন্সের সকল প্রকার কার্যক্রম স্থগিত করা হলো। এই নোটিশ দেখার পর আরও ক্ষিপ্ত হয়ে ওঠেনসৌদি প্রবাসীরা।

[৪] আন্দোলনরত প্রবাসীরা জানান, আগামী ৩০ তারিখের মধ্যে সৌদিতে পৌছাতে না পারলে চাকরি থাকবে না। পরিবার নিয়ে বড় ধরনের অনিশ্চয়তায় রয়েছেন প্রবাসীরা। এই অবস্থায় যেভাবেই হোক সৌদিতে ফিরে যাবার দাবি জানান তারা।

[৫] তারা বলেন, আমরা বিপুল পরিমান টাকার লোনে পরেছি। তা দিতে হবে। বিদেশে যেতে না পারলে পরিবার নিয়ে পথে বসতে হবে ।

[৬] বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ বিমানকে রেগুলার ফ্লাইট চালাতে না দিলে সৌদি এয়ারলাইন্সকে দেওয়া রেগুলার ফ্লাইট চালানোর অনুমতি বাতিল করা হবে। তাদের কাছে দুটি বিষয় জানতে চাওয়া হয়েছে। উত্তর পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়