শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৫৮ সকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পর্যটন শিল্প থেকে আয় বাড়াতে সংশোধন হচ্ছে আইন

ডেস্ক রিপোর্ট: পর্যটন শিল্প থেকে আয় বাড়তে পর্যটন করপোরেশন আইন সংশোধনীতে অনুমতি দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২১ সেপ্টেম্বর) ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে ‘দ্য বাংলাদেশ পর্যটন করপোরেশন অর্ডার-১৯৭২’ এর সংশোধন প্রস্তাবের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়রুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ পর্যটন করপোরেশন পুনর্গঠনের বিষয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গত ২৮ মে জাতীয় পর্যটক পরিষদের সভা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশে পর্যটন শিল্প বিকাশের মাধ্যমে বেকারত্ব হ্রাস, কর্মসংস্থান সৃষ্টি, আয় বৃদ্ধি ও পর্যটন করপোরেশনের পরিধি বাড়ানোর জন্য আইনটি সংশোধন করা হচ্ছে।

পর্যটন করপোরেশনের বহুমাত্রিক কাজ বাস্তবায়নের সুবিধার্থে পরিষদকে নতুন করে সাজানো হচ্ছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, এই আইনের আওতায় পর্যটন করপোরেশন পরিচালনা করতে একটি বিধিমালা করার অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রণালয় বলছে, আইনটি কার্যকর হলে পর্যটন করপোরেশনের কাজ সুষ্ঠু ও সুচারুভাবে সম্পন্ন হয়ে পর্যটন শিল্প বিকাশ সহজতর হবে। এছাড়া পর্যটন শিল্পের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং বেকারত্ব হ্রাস ও আয় বাড়ানো সম্ভব হবে।বাংলানিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়