শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৩৮ সকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারের সমালোচনা করায় নুরকে গ্রেপ্তার : ডা. জাফরুল্লাহ

ডেস্ক রিপোর্ট: ভোটবিহীন সরকারের সমালোচনা করায় মিথ্যা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে গ্রেপ্তার করা হয়েছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ সোমবার গণস্বাস্থ্য কেন্দ্র থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনতিবিলম্বে নুরের বিরুদ্ধে সকল মিথ্য মামলা প্রত্যাহার করে তাকে মুক্তি দেয়ার দাবি জানিয়ে জাফরুল্লাহ চৌধুরি বলেন, ‘সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি নুর সব গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখছিল। আর তাই তিনি সরকারের বিরাগভাজন হয়েছেন। দ্রুত তার মুক্তির ব্যবস্থা করতে হবে।’

উল্লেখ্য, আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে ঢাবি ছাত্রীর করা ধর্ষণ মামলায় রাজধানীর মৎস্যভবন এলাকা থেকে তাকে আটক করা হয়।

এর আগে, গতকাল রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী লালবাগ থানায় এ মামলাটি করেন। মামলায় মোট ছয়জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ধর্ষণে সহযোগিতাকারী হিসেবে নুরুল হক নুরের নাম উল্লেখ করা হয়েছে। এদিকে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৭ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন।বিডি প্রতিদিন, যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়