শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২০, ০১:৫১ রাত
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২০, ০১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আল্লামা শফিকে নিয়ে কটূক্তিকারীদের বিচারের দাবিতে ফরিদপুরে মানববন্ধন

হারুন-অর-রশীদ: [২] হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফিকে নিয়ে কটূক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

[৩] সোমবার (২১ সেপ্টেম্বর) বাদ জোহর যুব ওলামা কল্যাণ পরিষদের উদ্যোগে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

[৪] মানববন্ধনে বক্তারা কোরআন হাদিসের অপব্যাখ্যাকারী ভন্ড মাজার পূজারী আলাউদ্দিন জিহাদীকে গ্রেফতার করায় প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং হেফাজতে ইসলামের আমির আল্লামা শফিকে নিয়ে কটুক্তিকারী ফরিদপুরের সালথার বল্লভদী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম ও মুসলমানদেরকে নিয়ে কটূক্তিকারীদের গ্রেফতারপূর্বক কঠিন শাস্তির দাবি করেন।

[৫] এব্যাপারে বল্লভদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, হেফাজত ইসলামের আমিরের ব্যাপারে আমি কটুক্তি করে কিছু লেখিনি। আমার নামে কেউ ভূয়া আইডি খুলে আমাকে হেয় প্রতিপন্ন করতে কেউ এসব লিখতে পারে।

[৬] বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের শাস্তির আওতায় না আনা হলে জনগণ ফুঁসে উঠতে পারে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে প্রশাসনকেই তার দায়ভার নিতে হবে৷

[৭] মাওলানা শামছুল হকের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন, মাওলানা মাহমুদুল হাসান, মুফতী মোস্তফা কামাল,

[৮] মুফতী মুস্তাফিজুর রহমান, আলহাজ্ব মোহাম্মদ উল্লাহ, মাওলানা নাসিরউদ্দিন, মাওলানা ইয়াকুব আলী, মুফতি সানাউল্লাহ, মাওলানা আশরাফ আলী, মাওলানা নাজমুল হাসান, মাওলানা খবির হোসাইন,মাওলানা ইমরান সিদ্দিকী, মুফতী জহিরুল ইসলাম প্রমুখ।

[৯] কর্মসূচিতে অংশগ্রহণকারী সকলকে এবং বিভিন্ন স্তরের প্রশাসন ও সাংবাদিকদেরকে ধন্যবাদ জানিয়ে শাহ আহমদ শফী রহমাতুল্লাহ আলাইহির জন্য জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করে দোয়ার মাধ্যমে মানববন্ধন সমাপ্ত করা হয়। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়