শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২০, ০১:২৮ রাত
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২০, ০১:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাংবাদিকে হত্যা পরিকল্পনার এক বছর পরও আইনি ব্যবস্থা না নেয়ায় প্রতিবাদ সভা

স্বপন দেব : [২] মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশাহিদ আহমদকে হত্যার পরিকল্পনা ঘটনায় জিডি হওয়ার এক বছর এর অধিক সময় পরও পুলিশী প্রতিবেদন ও হত্যার পরিকল্পনাকারীর বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় কোন আইনি ব্যবস্থা গ্রহণ না করায় মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর আয়োজনে গত ২০ সেপ্টেম্বর বিকালে শহরের চৌমোহনা চত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

[৩] মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি মো: জাফর ইকবালের সভাপতিত্বে ও সহ-সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন তালুকদার এর সঞ্চালনায় এ প্রতিবাদ সমাবেশে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- সুধাংশু শেখর হালদার, চিনু রঞ্জন তালুকদার, সৈয়দ ময়নুল ইসলাম রবিন, আব্দুল বাছিত খান প্রমুখ।

[৪] অনলাইন প্রেসক্লাবের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জয়যাত্রা টেলিভিশন এর বিশেষ প্রতিনিধি এ.কে অলক, মৌলভীবাজার সংবাদ প্রতিদিনের সম্পাদক জোবায়ের আহমদ, জালাবাদ২৪ ডটকম এর সম্পাদক মোঃ ইয়াহইয়া, মুকিদ ইমরাজ, বদরুল আলম চৌধুরী, মামুনুর রশিদ, আজিজুল ইসলাম রিয়াদ, মোঃ সাইফুল ইসলাম, নাসরিন প্রিয়া, জাহেদুল ইসলাম পাপ্পু, পায়েল আহমদ, ফজলুর রহমান,আলিম আল মুনিম, গোবিন্দ মল্লিক, জাহেদুল ইসলাম প্রমুখ।

[৫] সভায় অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশাহিদ আহমদকে হত্যার পরিকল্পনাকারীর বিরুদ্ধে সাক্ষ্য প্রমানসহ মডেল থানায় জি.ডি. করার এক বছর এর অধিক সময় পরও পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহন না করায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। অবিলম্বে আদালতের নির্দেশনা অনুযায়ী একজন সংবাদকর্মীর জীবনের নিরাপত্তার দিকটি বিবেচনায় এনে অতি দ্রুত সময়ের মধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

[৬] অন্যথায় সাড়া বাংলাদেশে সাংবাদিকরা রাস্থায় অবস্থান কর্মসূচী গ্রহণসহ কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি প্রদান করা হয়। উলে¬খ্য- গত বছরের (২০১৯) ৬ আগস্ট সকালে মৌলভীবাজার সেন্ট্রাল রোডের পেপার হাউস নামক দোকানে পরিকল্পনাকারী জবলু কয়েকজন সাক্ষীর সামনে সাংবাদিক মশাহিদকে হত্যা করার জন্য ভয়ানক পরিকল্পনার কথা উলে¬খ করেন। সে সময় পর পর ৪দিন অজ্ঞাত সন্ত্রাসীদের মাধ্যমে তাকে চলাফেরার সময় প্রাণে মেরে ফেলার হত্যার সুযোগ খুঁজেছে। কিন্তু তার সাথে লোকজন থাকায় হত্যা করতে পারেনি। এমন ভয়ংকর হত্যা পরিকল্পনার কথা শুনে আতঙ্কে উপস্থিত ব্যক্তি হত্যা পরিকল্পনাকারী জবলু’র স্বীকার উক্তির বক্তব্যটি অডিও ধারণ করেন। এ ঘটনায় সাংবাদিক মশাহিদ আহমদ বাদী হয়ে ঘঠনার বিবরণ উল্লেখসহ হত্যার মূল পরিকল্পনাকারী বনবিথি আবাসিক এলাকার মৃতঃ নুরুল ইসলাম সরকার এর পুত্র শ.ই সরকার জবলু (৫৫) এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য অডিও রেকর্ড এর সিডিসহ মৌলভীবাজার মডেল থানায় সাধারণ ডায়েরী (নং- ৩৩০, তারিখ : ০৬/০৮/২০১৯ইং) দায়ের করা হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়