শিরোনাম
◈ গাজীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা নাগরিকের মৃত্যু ◈ প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল ◈ এ বছর জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫.৭%: আইএমএফ ◈ ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ৪ পুলিশ সদস্যসহ আহত ২০ ◈ মার্চ মাসে সারাদেশে ৬২৪ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৫০, আহত ৬৮৪  ◈ ঢাকা-দিল্লি সম্পর্ককে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা ◈ অস্ত্রসহ কেএনএফের আরও ৯ সদস্য আটক ◈ পাকিস্তানের মুশতাক আহমেদ বাংলাদেশের নতুন স্পিন কোচ ◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪২ দুপুর
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কূটনৈতিক শিষ্টাচার মেনে চলুন, দিল্লিকে পাকিস্তানের পরামর্শ

ইমরুল শাহেদ: [২] পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী রোববার এক বিবৃতিতে বলেছেন, সত্যের অপলাপ এবং তথ্য বিকৃতি শুধু কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূতই নয়, তা কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রেও অন্তরায়। ডন

[৩] তিনি বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে দেশটির কিছু গণমাধ্যমে ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের দায়িত্ব পাওয়া উর্ধ্বতন কূটনীতিক জয়ন্ত খোবরাগাজের এ্যাসাইনমেন্ট ভিসা সংক্রান্ত যে সংবাদ প্রচার হয়েছে তা বিভ্রান্তিকর।

[৪] ২০১৯ সালের ৫ আগস্ট ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের মর্যাদা বাতিল করার পর পাকিস্তান বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। তার মধ্যে একটি হলো ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমিয়ে আনা। পাকিস্তানের ভাষায়, এর উদ্দেশ্য হলো জম্মু ও কাশ্মীরে ভারতের অবৈধ, অমানবিক এবং অগ্রহণযোগ্য পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানানো।

[৫] তিনি বলেন, পাকিস্তান মনে করে এ ধরনের একটি প্রস্তাব দিয়ে ভারত কূটনৈতিক সম্পর্ক আরো অবনতির দিকে নিয়ে যেতে চাইছে, যে প্রস্তাবটি পাকিস্তানের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কারণ উক্ত উর্ধ্বতন কূটনীতিক রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন।

[৬] যাহোক তিনি বলেন, কূটনৈতিক নিয়মাবলী বিবেচনায় রেখে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ককে হ্রাস করার সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখে একজন উর্ধ্বতন কর্মকর্তাকে মনোনীত করার পরামর্শ দেওয়া হয়েছে ভারতকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়