শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২০, ১০:৩৯ দুপুর
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২০, ১০:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় স্টক করা পেঁয়াজ কম দামে বিক্রি হচ্ছে !

মাহফুজ নান্টু: [২] অস্থির পেঁয়াজের বাজারের লাগাম টেনে ধরেছে প্রশাসন। ফলে স্বস্থি ফিরেছে কুমিল্লার পেঁয়াজের বাজারে। স্টক করা পেঁয়াজ এখন কেজিতে ২/৩ টাকা কম দামে বিক্রি করা হচ্ছে। সোমবার (২১ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা প্রশাসনের অভিযানে এমনই চিত্র ফুটে উঠেছে।

[৩] বেলা সাড়ে ১১ টা। নগরীর চকবাজার। সরেজমিনে চকবাজারের তেরীপট্টিতে ঘুরে ও পাইকারদের সাথে কথা বলে জানা যায়, খুচরা বাজারে পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৬৫টাকা দরে। তবে কোথাও কোথাও বিক্রি হচ্ছে ৬১-৬২টাকা দরে। বাজার ঘুরে দেখা যায়, স্টকে রাখা পেঁয়াজ পচন শুরু হয়েছে। তাই অনেক পাইকার সর্বনিম্ন ৪৮ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করছেন। তবে পেঁয়াজের ক্রেতা শূন্য বাজার ছিলো লক্ষণীয়।

[৪] তবে এমন অবস্থাতেও বাজারে পেঁয়াজের দাম নিয়ে তদারকি অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামিম আরা। বাজার ঘুরে তিনি সাংবাদিকদের জানান, বর্তমানে পেঁয়াজের দাম স্থিতিশীল আছে। কোন কোন পাইকার কেজি প্রতি ১/২ টাকা কমেই পেঁয়াজ বিক্রি করছেন। তবে বেশী দামে পেঁয়াজ বিক্রি করার মত কোন অভিযোগ পাই নি। যদি কোন অভিযোগ পাওয়া যায় সেক্ষেত্রে অবশ্যই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

[৫] অভিযানে চকবাজার মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি আলী আশরাফ, কুমিল্লা দোকান মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম,দোকান মালিক সমিতির সদস্য মোস্তাফিজুর রহমান বিপু, সদস্য শাহাদাৎ হোসেন সুমন। অভিযানে কুমিল্লা জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেন। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়